Right Time To Purchase Gold: উৎসবের এই মরশুম সোনা কেনার জন্য একেবারে আদর্শ! জানাচ্ছেন বিশেষজ্ঞ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই কয়েন, বার কিংবা গহনার আকারে সোনা কিনে থাকেন। কিন্তু উৎসবের মরশুমে সোনা কতটা লাভজনক?
advertisement
1/6

পুজোর মরশুম শুরু হয়েছে। আর পুজো কাটতে না কাটতেই চলে আসবে ধনতেরস। আর উৎসবের এই মরশুম সোনা কেনার জন্য একেবারে আদর্শ। অনেকেই কয়েন, বার কিংবা গহনার আকারে সোনা কিনে থাকেন। কিন্তু উৎসবের মরশুমে সোনা কতটা লাভজনক? বিষয়টা আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/6
সোনার দর কোন দিকে যাচ্ছে? চলতি বছরের অগাস্ট মাসে সোনার পারফরমেন্স তেমন ভাল ছিল না। তবে অগাস্ট মাস যত এগিয়েছে, সোনার মূল্যও তত ভাল হয়েছে। আনন্দ রাঠী শেয়ারস অ্যান্ড স্টক ব্রোকার্সের কমোডিটিজ অ্যান্ড কারেন্সিসের ডিরেক্টর নবীন মাথুর বলেন যে, সামগ্রিক ভাবে সাম্প্রতিক সময়ে আমরা হয়তো অস্থিরতা দেখতে পাব।
advertisement
3/6
আসলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়ছে। তিনি আরও বলেন যে, ভারত হল ফিজিক্যাল গোল্ডের সর্ববৃহৎ গ্রাহকদের মধ্যে অন্যতম। রিটেল ডিমান্ডের কারণে আগামী মাসে মূল্য বাড়তে পারে। কারণ বছরের শেষ ত্রৈমাসিকে বিবাহের মরশুম থাকবে তুঙ্গে।
advertisement
4/6
তাহলে কি সোনায় বিনিয়োগ করা উচিত? ঋদ্ধিসিদ্ধি বুলিয়নস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পৃথ্বীরাজ কোঠারি জানান যে, “৫৯০০০ থেকে ৬০০০০ টাকার বর্তমান মাত্রায় এই উৎসবের মরশুমে আগামী এক বছরে কমপক্ষে ১০ শতাংশ উর্ধ্বমুখী সোনা সংগ্রহ করার সেরা সময়। তাই বর্তমানে সোনার মূল্য যতই হোক না কেন, এই সময়টা সোনায় বিনিয়োগ করার জন্য খুবই ভাল।”
advertisement
5/6
ইনভেস্ট আজ ফর কাল নামে এক ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্মের প্রতিষ্ঠাতা অনন্ত লাধা বলেন যে, “সোনায় বিনিয়োগ একটা দারুণ রীতি। আর সোনায় বিনিয়োগ করলে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে করা যায়। তাই বর্তমান মূল্য নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই। শুধুমাত্র বিনিয়োগের অভ্যাসের উপর মনোনিবেশ করতে হবে।”
advertisement
6/6
সোনা হল দারুণ সম্পদ। তাই এর অস্থির প্রবণতা সত্ত্বেও চাহিদা থাকবেই। ফিনান্সিয়াল প্ল্যানিং ফার্ম ইনভেস্টোগ্রাফির প্রতিষ্ঠাতা শ্বেতা জৈন বলেন, এটা একটা সম্পদ, যা বিনিয়োগ হিসেবেও দেখা হয়। আবার সেটা পরাও সম্ভব। ফলে সোনার বিভিন্ন রকম দিক রয়েছে। যে কোনও বিনিয়োগকারীর পোর্টফোলিওতে কম করে ১০ শতাংশ সোনা থাকা আবশ্যক। এইসব কারণে উৎসবের মরশুমে মহার্ঘ্য ধাতু কিনে রাখা বেশ লাভজনক!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Right Time To Purchase Gold: উৎসবের এই মরশুম সোনা কেনার জন্য একেবারে আদর্শ! জানাচ্ছেন বিশেষজ্ঞ