TRENDING:

Bank Locker Rule 2024: কী রাখতে পারবেন আর কী নয়? জানিয়ে দিল SBI, HDFC, BoB, দেখে নিন বিশদে

Last Updated:
Bank Locker Rule 2024: লকার আছে বলে, তাতে যা খুশি রাখা যায় না। এর নির্দিষ্ট নিয়ম রয়েছে।
advertisement
1/7
লকারে কী রাখতে পারবেন আর কী নয়? জানিয়ে দিল SBI, HDFC, BoB, দেখে নিন বিশদে
বাড়িতে দামি জিনিস রাখা নিরাপদ নয়। যে কোনও সময় চুরি হয়ে যেতে পারে। তাই ব্যাঙ্কে লকার ভাড়া নেন অনেকেই। আকার অনুযায়ী লকারের ভাড়া নির্ধারণ করে ব্যাঙ্ক। গ্রাহকও তাঁর প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন, কেমন লকার তাঁর প্রয়োজন।
advertisement
2/7
লকার আছে বলে, তাতে যা খুশি রাখা যায় না। এর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এসবিআই, এইচডিএফসি, ব্যাঙ্ক অফ বরোদা-এর মতো দেশের নামিদামি ব্যাঙ্কগুলি গ্রাহককে আগেভাগেই জানিয়ে দেয় এই নিয়ম। ব্যাঙ্কের লকারে কী রাখা যায় আর কী যায় না, দেখে নেওয়া যাক একনজরে।
advertisement
3/7
লকারে যা রাখা যায়:সোনা, রুপো, হীরে এবং অন্যান্য মূল্যবান ধাতুর গয়না, মুদ্রা, সোনা ও রুপোর বার (বুলিয়ন) লকারে রাখা যায়।আইনি নথিপত্র, সম্পত্তির নথিপত্র, উইল, সম্পত্তির দলিল।মিউচুয়াল ফান্ড, বন্ড, শেয়ার সার্টিফিকেট, কর ও বিমা পলিসি সম্পর্কিত নথি।
advertisement
4/7
লকারে যা রাখা যায় না:অস্ত্র, বিস্ফোরক, মাদক বা যে কোনও ধরনের নিষিদ্ধ দ্রব্য রাখা বেআইনি।খাবার এবং সময়ের সঙ্গে পচনশীল দ্রব্য রাখা নিষিদ্ধ।কোনও ধরনের ক্ষারীয়, বিকিরণযুক্ত বা ক্ষতিকর বস্তু রাখা যাবে না।নগদ টাকাও রাখা যায় না।
advertisement
5/7
এসবিআই লকার চুক্তি: মূল্যবান বস্তু যেমন গয়না এবং নথিপত্র রাখতে পারেন গ্রাহক। নগদ টাকা বা মুদ্রা নয়। অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য, কোনও নিষিদ্ধ সামগ্রীও রাখা যাবে না। নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী রাখারও অনুমতি দেওয়া হয় না। বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী বা এমন সামগ্রী যা ভারতীয় আইনে নিষিদ্ধ, তাও রাখা যাবে না। ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা সমস্যা হতে পারে, এমন সামগ্রীও এসবিআই-এর লকারে রাখা যায় না।
advertisement
6/7
এইচডিএফসি লকার চুক্তি: এইচডিএফসি ব্যাঙ্কের লকার চুক্তিও এসবিআই-এর মতোই। এখানকার লকারে গ্রাহক গয়না, নথিপত্রের মতো মূল্যবান সামগ্রী রাখতে পারেন। তবে নগদ টাকা, মুদ্রা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, নিষিদ্ধ সামগ্রী, নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী, বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী এবং ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা সমস্যা হতে পারে এমন জিনিস রাখার অনুমতি নেই।
advertisement
7/7
ব্যাঙ্ক অফ বরোদার লকার চুক্তি: শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই গ্রাহক ব্যাঙ্ক অফ বরোদায় লকার ভাড়া নিতে পারেন। গয়না এবং গুরুত্বপূর্ণ নথি রাখার অনুমতি রয়েছে। তবে নগদ টাকা, মুদ্রা, অস্ত্র, বিস্ফোরক, মাদক, নিষিদ্ধ সামগ্রী, নষ্ট বা পচে যেতে পারে এমন সামগ্রী, বিকিরণযুক্ত সামগ্রী, অবৈধ সামগ্রী এবং ব্যাঙ্ক বা গ্রাহকের বিপদ বা ঝুঁকি থাকতে পারে এমন কিছু রাখার অনুমতি দেওয়া হয় না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Locker Rule 2024: কী রাখতে পারবেন আর কী নয়? জানিয়ে দিল SBI, HDFC, BoB, দেখে নিন বিশদে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল