TRENDING:

শেয়ার বাজারে পতন, SIP ফান্ডে মুনাফা পেতে চাইলে ভুলেও এই কাজ করবেন না

Last Updated:
advertisement
1/5
শেয়ার বাজারে পতন, SIP ফান্ডে মুনাফা পেতে চাইলে ভুলেও এই কাজ করবেন না
শেয়ার বাজারে অব্যাহত রয়েছে পতন। ৪ দিনে ক্ষতি হয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকার । এ মাসে ইতিমধ্যেই ১০ শতাংশ হারে পড়েছে সেনসেক্স-নিফটি, যার জেরে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের খাতেও ক্ষতি হয়েছে । ১৪৭ টি ইক্যুইটি ফান্ডের ১২৩টি হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) অর্থাৎ ছোট অঙ্কের টাকাও এখানে বিনিয়োগ করতে পারবেন আপনি । তবে শেয়ার বাজারের বর্তমান অবস্থর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মল ক্যাপ ফান্ডগুলি । SIP অনেকটাই রেকারিং ডিপোসিটের মতই। দু'বছর ধরেই অনেকেই SIP এর মাধ্যমে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন। জেনে নিন বিশদে ।
advertisement
2/5
মোতিলাল অসওয়ালের কর্ণধার আশীস সৌম্যর মতে SIP কোনওমতেই বন্ধ করা উচিৎ নয় । এই মুহূর্তে বাজারের হাল খুব একটা আশাজনক না হলেও SIP তে বিনিয়োগ করলে লাভজনক মুনাফার সম্ভাবনা সর্বদাই থাকে । ইনস্যুরেন্স সেক্টরে বিনিয়োগ করা যায়, প্রাইভেট ব্যাঙ্কগুলিতেও এই সুবিধা রয়েছে । তবে তেল সংস্থাগুলিতে বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন তিনি ।
advertisement
3/5
উইনভেস্ট অ্যাডভাইসারের কর্ণধার হেমন্ত রোস্তাগির মতে SIP তে যদি আপনার ক্রমাগত নেগেটিভ রিটার্ন আসতে থাকে তার মানে আপনি ডাউন মার্কেটে বেশিমাত্রায় ইউনিট কিনছেন । কম মূল্যে রিয়াল কস্ট এস্টিমেশনের পরিকল্পনা করলে বাজারের হাল ফেরার পর আপনি ভাল রিটার্ন পাবেন ।
advertisement
4/5
বাজারের অবস্থা যে রকমই হোক, বিনিয়োগকারীদের কোনওমতেই এই ফান্ড বন্ধ করা উচিৎ নয় । দীর্ঘকালীন মুনাফা পেতে হলে এই ফান্ডে বিনিয়োগ চালিয়ে যাওয়া আবশ্যিক ।
advertisement
5/5
যদিও SIP তে বিনিয়োগ করার সময় অনেকেই এতে ঝুঁকি একদমই নেই । আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও এর সাহায্যে আপনার ইচ্ছামত টাকা ডেবিট করতে পারবেন, চেকের প্রয়োজনও নেই ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
শেয়ার বাজারে পতন, SIP ফান্ডে মুনাফা পেতে চাইলে ভুলেও এই কাজ করবেন না
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল