Mutual Fund Return Calculator: মিউচুয়াল ফান্ডে ৫ বছরের জন্য ১১ লাখ টাকা লাম্পসাম বিনিয়োগ করতে চান? কত রিটার্ন পাবেন দেখুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Mutual Fund Investment: নির্ধারিত হারে সুদ বেঁধে দেওয়ার যেমন সুবিধা রয়েছে, তেমন অসুবিধাও রয়েছে। সবচেয়ে বড় অসুবিধা হল, রিটার্ন সীমিত হয়ে যাওয়া।
advertisement
1/8

স্মল সেভিংস স্কিম মানে নিরাপদ বিনিয়োগ। বাজারের সঙ্গে এর কোনও যোগ নেই। নির্ধারিত হারে সুদ দেওয়া হয়। ফলে বাঁধাধরা রিটার্ন মেলে। স্মল সেভিংস স্কিমের সুবিধা একটাই। সেটা হল নিরাপত্তা। টাকা মার যাওয়ার ভয় নেই।
advertisement
2/8
এটা তো ভাল জিনিস? এককথায় এর উত্তর হয় না। নির্ধারিত হারে সুদ বেঁধে দেওয়ার যেমন সুবিধা রয়েছে, তেমন অসুবিধাও রয়েছে। সবচেয়ে বড় অসুবিধা হল, রিটার্ন সীমিত হয়ে যাওয়া। বেশি রিটার্ন পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কারণ সুদ বাড়বে না।
advertisement
3/8
মিউচুয়াল ফান্ড এটাকেই টার্গেট করেছে। এতে সুদ বেঁধে দেওয়া হয়নি। ফলে রিটার্নের কোনও সীমা নেই। এর কারণ হল মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। ফলে লাভ এবং লোকসান দুইই হতে পারে। তবে আর্থিক বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ঝুঁকি কমে যায়। লোকসানের সম্ভাবনা থাকে না বললেই চলে।
advertisement
4/8
বিগত বছরগুলির পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে মিউচুয়াল ফান্ডে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। ক্ষেত্র বিশেষে তা আরও বাড়তে পারে। পুরোটাই বাজারের উপর নির্ভর করছে। স্মল সেভিংস স্কিমে যা কল্পনাও করা যায় না।
advertisement
5/8
মোটামুটি ২ ভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি এবং লাম্পসাম বিনিয়োগ। যাঁদের হাতে বিনিয়োগের জন্য মোটা পুঁজি নেই, তাঁদের জন্য এসআইপি আদর্শ।
advertisement
6/8
এসআইপিতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। এই টাকা দিয়ে ইউনিট কেনেন বিনিয়োগকারী। তিনি যখন টাকা তুলতে যান, তখন গড় হিসাব করে রিটার্ন পান। স্মল সেভিংস স্কিমের মতো এতে কোনও বাঁধাধরা মেয়াদ নেই। এটাও একটা সুবিধা বই কি।
advertisement
7/8
লাম্পসাম বিনিয়োগে এসআইপির প্রতি মাসে বিনিয়োগের জন্য ঝঞ্ঝাট নেই। এক সঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। অর্থাৎ যাঁদের হাতে মোটা টাকা আছে, তাঁরা লাম্পসাম বিনিয়োগ বেছে নিতে পারেন।
advertisement
8/8
এখন ধরে নেওয়া যাক, একজ বিনিয়োগকারী পাঁচ বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ১১ লাখ টাকা লাম্পসাম বিনিয়োগ করলেন। তাহলে তিনি কত টাকা রিটার্ন পাবেন। আগেই বলা হয়েছে, বাজার যদি ঠিক থাকে তাহলে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সেই হিসাবে লাম্পসাম ক্যালকুলেটর অনুযায়ী, ১১ লাখ টাকা বিনিয়োগে ১৯,৩৮,৫৭৬ টাকা রিটার্ন মিলবে। অর্থাৎ সুদ থেকে লাভ হচ্ছে ৮,৩৮,৫৭৬ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Return Calculator: মিউচুয়াল ফান্ডে ৫ বছরের জন্য ১১ লাখ টাকা লাম্পসাম বিনিয়োগ করতে চান? কত রিটার্ন পাবেন দেখুন