TRENDING:

Vande Bharat Express: আচমকা প্রচুর বাড়ল বন্দে ভারতের টিকিটের দাম! ট্রেনে চড়লেই গুনতে হবে মোটা টাকা! ক্ষোভে ফুঁসছে যাত্রীরা

Last Updated:
Vande Bharat Express: রেল যাত্রীদের উপর বাড়তি বোঝা চড়াল পূর্বরেল। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করলেই লাঞ্চ এবং ডিনার বাধ্যতামূলক করা হয়েছে। টিকিট বুকিংয়ে 'নো ফুড' অপশন তুলে দেওয়া হয়েছে।
advertisement
1/5
প্রচুর বাড়ল বন্দে ভারতের টিকিটের দাম! ট্রেনে চড়লেই গুনতে হবে মোটা টাকা! ক্ষুব্ধ যাত্রীরা
*বীরভূম, সৌভিক রায়: এবার রেল যাত্রীদের উপর বাড়তি বোঝা চড়াল পূর্বরেল। এবার থেকে বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি করলেই লাঞ্চ এবং ডিনার বাধ্যতামূলক করা হয়েছে। টিকিট বুকিংয়ে 'নো ফুড' অপশন তুলে দেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যাত্রীদের ক্ষোভ চরমে উঠেছে। যদিও এই বিষয়ে আইআরসিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে লগ-ইন করলে 'আই ডোন্ট ওয়ান্ট ফুড' অপশন পাওয়া যাচ্ছে।
advertisement
2/5
*যদিও সাধারণ মানুষের বক্তব্য, স্মার্টফোনের অ্যাপ থেকে টিকিট বুক করতে গেলে ওই অপশন পাওয়া যাচ্ছে না কোনওভাবে। তবে সমস্যা শুধু এখানেই না। বন্দে ভারতের পাশাপাশি শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের মতো যে সব দূরপাল্লার বিলাসবহুল ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে, সেই সব ট্রেনের টিকিট কাটতে গেলেও এমন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ রেলযাত্রীদের।
advertisement
3/5
*২০২২ সালের ডিসেম্বর মাসে বীরভূমের উপর দিয়ে হাওড়া-নিউ জলাপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হয়। এরপরেই গতবছরের সেপ্টেম্বরে এই রুটে চালু হয় হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে যা জামালপুর পর্যন্ত করা হয়েছে। সেইসময় এই ট্রেন দুটি চালু হওয়ায় যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গিয়েছিল।
advertisement
4/5
*তবে বর্তমানে রেলের এহেন সিদ্ধান্তে অনেকটাই ক্ষুব্ধ সমস্ত রেলযাত্রীরা। রেলের টিকিট বুকিং ব্যবস্থায় একটি নতুন আপডেট এসেছে, যা বহু যাত্রীর কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন অ্যাপ ও সাইটে যাত্রীরা টিকিট বুক করার সময় 'নো ফুড' অপশনটি বেছে নিতে পারতেন। কিন্তু যাত্রীদের অভিযোগ, আইআরসিটিসি অ্যাপে সেই অপশনটি সরিয়ে দিয়েছে।
advertisement
5/5
*রেল সূত্রে জানা গিয়েছে, আগে আইআরসিটিসি সাইটে ও অ্যাপে টিকিট বুক করার সময় দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারের জন্য ভেজ অথবা নন-ভেজের পাশাপাশি নো-ফুড অর্থাৎ খাবার প্রয়োজন নেই এমন অপশনগুলি বেছে নিতে পারতেন। এখন শুধুই ওয়েবসাইটে। অর্থাৎ অ্যাপ থেকে টিকিট কাটলে, হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত নো-ফুড যাত্রীদের ট্রেন ভাড়া বাবদ গুনতে হতো ৬১০ টাকা। এখন খাবার-সহ ভাড়া ৯১০ টাকা। এবার সেই খাবার বাধ্যতামূলক করা হল। অর্থাৎ, খাবার থাক বা না থাক ভাড়া বাবদ গুনতে হবে ৯১০ টাকাই। এতেই যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vande Bharat Express: আচমকা প্রচুর বাড়ল বন্দে ভারতের টিকিটের দাম! ট্রেনে চড়লেই গুনতে হবে মোটা টাকা! ক্ষোভে ফুঁসছে যাত্রীরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল