TRENDING:

পুজোর মুখে ডবল ধামাকা...! বন্দে ভারতে আসছে বড় বদল! রেল যাত্রীদের জন্য এল দারুণ সুখবর

Last Updated:
Vande Bharat: ভারতের সবচেয়ে আধুনিক এবং উচ্চ গতির ট্রেন নিয়ে ভারতীয় রেলের গর্বের শেষ নেই। এবার এই বন্দে ভারত নিয়েই এল রেলের বিরাট আপডেট! খুব শিগগিরই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আসতে চলেছে একটি বড় পরিবর্তন। কী সেই পরিবর্তন? হচ্ছেই বা কেন?
advertisement
1/8
পুজোর মুখে ডবল ধামাকা...! বন্দে ভারতে আসছে বড় বদল! রেল যাত্রীদের জন্য এল দারুণ সুখবর
ভারতের সবচেয়ে আধুনিক এবং উচ্চ গতির ট্রেন নিয়ে ভারতীয় রেলের গর্বের শেষ নেই। এবার এই বন্দে ভারত নিয়েই এল রেলের বিরাট আপডেট! খুব শিগগিরই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আসতে চলেছে একটি বড় পরিবর্তন। কী সেই পরিবর্তন? হচ্ছেই বা কেন?
advertisement
2/8
পুজোর মুখে ডবল ধামাকা...! বন্দে ভারতে আসছে বড় বদল! রেল যাত্রীদের জন্য এল দারুণ সুখবর
জানা যাচ্ছে বন্দে ভারত ট্রেনে এবার অনেক রুটে কোচের সংখ্যা বাড়ানো হবে। কিন্তু কোন কোন রুটে বাড়ছে কোচ সংখ্যা? রেল সূত্রে খবর, এই পরিবর্তনটি বিশেষ করে সেই রুটগুলিতে হচ্ছে যেখানে যাত্রীদের প্রচুর চাহিদা রয়েছে।
advertisement
3/8
ভারতীয় রেল ২০২৫-২৬ অর্থবর্ষে ট্রেনের যাত্রী সংখ্যা এবং যাত্রী ধারণক্ষমতা নিয়ে গবেষণা করেছে। ফলাফলে স্পষ্ট যে বন্দে ভারত ট্রেনগুলি যেসব রুটে চলছে সেগুলির আসন সবই পূর্ণ হয়ে যাচ্ছে এবং এই ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
advertisement
4/8
আর সেই কারণে, রেল অনেক বন্দে ভারত পরিষেবায় কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে। কোন কোন রুটে কতগুলি বাড়ছে কোচ সংখ্যা? তাতে কী সুবিধা পেতে চলেছেন যাত্রী সাধারণ? দেখে নেওয়া যাক হিসেব।
advertisement
5/8
ভারতীয় রেল সূত্রে খবর, বর্তমানে ১৬ কোচ-সহ চলা ৩টি বন্দে ভারত ট্রেনকে ২০টি কোচের ট্রেনে রূপান্তরিত করা হবে। বর্তমানে ৮টি কোচ সহ চলমান ৪টি বন্দে ভারত ট্রেনকে ১৬টি কোচের ট্রেনে রূপান্তরিত করা হবে।
advertisement
6/8
এই পরিবর্তনের পর, পুরনো ১৬ এবং ৮ কোচের ট্রেনগুলি, যেগুলি খালি থাকবে, সেগুলি রেল নতুন বন্দে ভারত পরিষেবা শুরু করার জন্য ব্যবহার করবে। রেল বিশ্বাস করে যে এই পরিবর্তন কেবল বর্তমান যাত্রীদেরই উপকৃত করবে না, বরং নতুন রুটে বন্দে ভারত ট্রেন চালানোও সহজ করবে।
advertisement
7/8
রেলসূত্রে খবর, ২০৬৩১/৩২ ম্যাঙ্গালুরু সেন্ট্রাল-তিরুবনন্তপুরম সেন্ট্রাল, ২০৭০১/০২ সেকেন্দ্রাবাদ-তিরুপতি এবং ২০৬৬৫/৬৬ চেন্নাই এগমোর-তিরুনেলভেলি বন্দে ভারত ট্রেনগুলিতে ১৬টির পরিবর্তে ২০টি কোচ থাকবে।
advertisement
8/8
অন্যদিকে, ২০৬৭১/৭২ মাদুরাই-বেঙ্গালুরু ক্যান্ট, ২২৪৯৯/০০ দেওঘর-বারাণসী, ২০৮৭১/৭২ হাওড়া-রৌরকেলা এবং ২০৯১১ /১২ ইন্দোর-নাগপুর বন্দে ভারত ট্রেনে ৮টি কোচের পরিবর্তে ১৬টি কোচ থাকবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুজোর মুখে ডবল ধামাকা...! বন্দে ভারতে আসছে বড় বদল! রেল যাত্রীদের জন্য এল দারুণ সুখবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল