TRENDING:

Value Of Money: ভারতের ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি হাতে পাবেন ৫ লাখ, কোন দেশে দেখে নিন

Last Updated:
Value Of Money: এই আবহাওয়ায় ইরানের অর্থনীতি ক্রমশ দূর্বল হচ্ছে। রিয়ালের দাম পড়ছে হু হু করে। ক্রমশই নীচে নামছে ইরানিয়ান মুদ্রার মান।
advertisement
1/8
ভারতের ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি হাতে পাবেন ৫ লাখ, কোন দেশে দেখে নিন
আজ যে ফকির, কাল সে রাজা। কালকের অপেক্ষাও করতে হবে না। আজই রাজা হতে পারেন। শুধু পকেটে ১০০০ টাকা থাকলেই হবে। এ আবার কেমন কথা? ১০০০ টাকা থাকলে আবার রাজা হওয়া যায় না কি? ধাপ্পাবাজি নয়ত? না, এটাই সত্যি।
advertisement
2/8
তবে ভারতে নয়। এর জন্যে ইরানে যেতে হবে। হ্যাঁ, ভারতের হাজার টাকা নিয়ে ইরানে গেলেই আপনি ৫ লাখ রিয়ালের মালিক হতে পারবেন। একেবারে লাখপতি। বিলাসব্যাসনে দিন কাটবে। গোটা দেশ ঘুরে দেখতেও সমস্যা হবে না কোনও।
advertisement
3/8
ব্যাপারটা কী? প্রত্যেক দেশেরই নিজস্ব মুদ্রা রয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা নিয়ে আলোচনা শুরু করলে সবার আগে আসবে ডলারের নাম। কারণ এর ব্যাপক গ্রহণযোগ্যতা এবং প্রভাব। তবে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কিন্তু ডলার নয়, সেটা কুয়েতি দিনার।
advertisement
4/8
যাইহোক, ইরানের মুদ্রার নাম রিয়াল। বর্তমানে রিয়াল বিশ্বের সবচেয়ে সস্তা মুদ্রা। ভারতের ১ টাকার মূল্য ইরানে ৫০০.৩০ ইরানিয়ান রিয়াল। দাম প্রতিদিনই পড়ছে। ফলে কোনও ভারতীয় যদি ১০০০ টাকা নিয়ে ইরানে যান তাহলে তিনি প্রায় ৫ লাখ রিয়াল হাতে পাবেন।
advertisement
5/8
ইজরায়েলের সঙ্গে খণ্ড যুদ্ধ শুরু হয়েছে ইরানের। যে কোনও সময় তা পুরোদস্তুর যুদ্ধের রূপ নিতে পারে। এই আবহাওয়ায় ইরানের অর্থনীতি ক্রমশ দূর্বল হচ্ছে। রিয়ালের দাম পড়ছে হু হু করে। ক্রমশই নীচে নামছে ইরানিয়ান মুদ্রার মান।
advertisement
6/8
ছবির মতো সাজানো দেশ ইরান। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। সঙ্গে রয়েছে ঐতিহাসিক সব স্মারক। যা প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করছে। কিন্তু ইরানের অর্থনীতি ক্রমশই দূর্বল হচ্ছে। তাঁর প্রভাব পড়েছে ইরানের মুদ্রাতেও।
advertisement
7/8
তবে শুধু ইজরায়েলের সঙ্গে দ্বন্দ্ব নয়। ইরানের অর্থনীতির কোমর ভেঙেছে আগেই। সেই ইরান-ইরাক যুদ্ধের সময় থেকে। যুদ্ধ থেমেছে বটে, কিন্তু তার দীর্ঘস্থায়ী প্রভাব থেকে এখনও বেরতে পারেনি ইরান। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা। গোদের উপর বিষফোঁড়ার মতো ইজরায়েলের সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়িয়ে পড়া। সব মিলিয়ে ত্রাহিমাম অবস্থা।
advertisement
8/8
এই পরিস্থিতিতে এখন ভারতের ৫০০ টাকা ইরানে প্রায় ২,৫০,১৫১.৯৯ রিয়ালের সমান। আর ১০০০ টাকা আছে মানে তিনি ইরানে ৫ লাখ রিয়ালের মালিক। এভাবে যদি আরও একটু বাড়ানো হয়, অর্থাৎ কেউ ১ লাখ টাকা নিয়ে ইরানে যান তাহলে তিনি ৫ কোটি রিয়াল হাতে পাবেন। একেবারে কোটিপতি। এটাই এখন ইরান আর রিয়ালের অবস্থা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Value Of Money: ভারতের ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি হাতে পাবেন ৫ লাখ, কোন দেশে দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল