Money Saving Tips: এই ভাবে মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ খরচা কম হতে পারে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Saving Tips: সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষের! এই সময় দারুন চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে সোলার সিস্টেম ৷
advertisement
1/6

সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়ছে মানুষের! এই সময় দারুন চাহিদার সঙ্গে বিক্রি সোলার সিস্টেম। লোডশেডিং প্রবন এলাকা বা ইলেকট্রিক পরিষেবা হীন এলাকায় এর ব্যবহার প্রচুর। বিশেষ করে এই গরমের সময় এর চাহিদা তুঙ্গে। অন্যদিকে গ্রামে গঞ্জে ইলেকট্রিক পরিষেবা উন্নত না হওয়ার ফলে দারুন সমস্যা মানুষের।
advertisement
2/6
সেই দিক থেকে নিরবিচ্ছিন্ন ইলেকট্রিক পরিষেবা পেতে বিকল্প হিসেবে সোলার সেল ব্যবহার করছে মানুষ। এতে যেমন ইলেকট্রিক বিচ্ছিন্ন হবার ঝুঁকি কম, অন্যদিকে সাশ্রয়ী। উভয় দিক থেকেই মানুষের আগ্রহ বাড়ছে সোলার সেল ব্যবহারে।সরাসরি সূর্যের আতশ থেকে বিদ্যুৎ তৈরিতে এর কুপ্রভাব নেই পরিবেশে।
advertisement
3/6
সরকারি উদ্যোগে মানুষকে সোলার সেল ব্যবহার করতে উৎসাহিত করা। কিছু নিয়মে মেনে সোলার সেল ব্যবহার করে খুব সহজে মানুষ লাভবান হতে পারে। সোলার সেল বসিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে বাড়তি বিদ্যুৎ ইলেকট্রিক বিভাগে বিক্রি করার সুযোগ রয়েছে সরকারি উদ্যোগে। সেই দিক থেকে সৌর বিদ্যুৎ ব্যবহারের আগ্রহ বাড়ছে মানুষের।
advertisement
4/6
আবার এর অন্যতম কারণ, ইলেকট্রিক ইউনিটের ক্রমশ মূল্য বৃদ্ধি থেকে মুক্তি পেতে মানুষ সোলার সেল ব্যবহারে আগ্রহী। তবে সোলার সেল ব্যবহার এককালীন খরচ, যা মানুষকে কিছুটা দমিয়ে দেয়। এই প্রসঙ্গে ব্যবসায়ী আকাশ পাত্র জানান, সোলার সেল ব্যবহার করে মানুষ প্রচুর টাকা সাশ্রয় করতে পারে।
advertisement
5/6
বহু মানুষের ইচ্ছা থাকলেও এককালীন টাকা খরচ করতে অনেকেই ভয় পান। তবে সোলার সেল ব্যবহারে সাধারণ ভাবে একটি পরিবার, ৪-৫ টি ফ্যান বেশ কিছু লাইট, টিভি, ফ্রিজ, সাপ মার্শাল ইনডাকশন ব্যবহার করতে। প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা খরচ করে সোলার সেল ইনস্টল করতে পারে মানুষ।
advertisement
6/6
মাসিক দুই থেকে আড়াই হাজার টাকার বিদ্যুৎ খরচা কম হতে পারে। এতে ১০ বছর সোলার সেল ব্যবহার করে ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা সাশ্রয় করতে পারে মানুষ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Saving Tips: এই ভাবে মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ খরচা কম হতে পারে