Budget 2025 Cheaper And Costlier List: সস্তা হল কোন কোন জিনিস? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Union Budget 2025 Cheaper And Costlier Item Full List: কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টিতে, নিত্যনৈমিত্তিক পণ্যের দাম। কীসের দাম বাড়ল, আর কীসের দাম কমল, সেটাই সবচেয়ে লক্ষ্যণীয় বিষয়।
advertisement
1/12

কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর অষ্টম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একাধিক জিনিসের উপর করছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর। বাজেটের পর কী কী সস্তা হতে চলেছে, কিসের দাম বাড়তে চলেছে, রইল পূর্ণাঙ্গ তালিকা।
advertisement
2/12
ক্যানসার ও জীবনদায়ী ওষুধের - ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগের জন্য চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। ৩৬টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে কর তুলে নিয়েছে সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জানিয়েছেন, ওই তিনটি ওষুধকে সম্পূর্ণ শুল্কমুক্ত করা হচ্ছে। ফলে ক্যানসারের ওই সব ওষুধের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
3/12
আমজনতার দৈনন্দিন ব্যবহারের একাধিক জিনিসের দামও কমতে পারে। দেশের তৈরি পোশাকের দাম কমল।
advertisement
4/12
মোবাইল ও গাড়ির ব্যাটারির - লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন। মোবাইল থেকে বৈদ্যুতিন গাড়ি তৈরির শিল্পে লিথিয়ামের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
advertisement
5/12
LCD ও LED টিভির দাম কমল- বৈদ্যুতিন জিনিসে শুল্ক কমানো হয়েছে। তার ফলে সস্তা হবে এলইডি এবং এলসিডি টিভি।
advertisement
6/12
মোবাইল ফোন সস্তা হল - মোবাইলের যন্ত্রাংশে শুল্ক কমায় দাম কমবে মুঠোফোনের।
advertisement
7/12
চামড়ার জিনিসের - চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করা হয়েছে। সস্তা হবে জুতো, বেল্ট, ব্যাগের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস।
advertisement
8/12
বৈদ্যুতিক গাড়ির দাম কমল - ইলেকট্রনিক ব্যাটারির শুল্ক কমায় সস্তা হবে বৈদ্যুতিন গাড়ি।
advertisement
9/12
ফ্রোজেন ফিশ/ বরফজাত মাছের দাম কমল। সামুদ্রিক মাছ-সহ একাধিক সিফুডের দামও কমবে।
advertisement
10/12
কোবাল্ট পাউডার এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির বর্জ্য, স্ক্র্যাপ, জিঙ্ক সীসা, দস্তা এবং আরও ১২টি গুরুত্বপূর্ণ খনিজের উপর মূল কাস্টমস শুল্ক (BCD) প্রত্যাহার করা হয়েছে।
advertisement
11/12
হস্তশিল্প: রপ্তানির সময়সীমা ছয় মাস থেকে এক বছরে বাড়ানো হয়েছে, এবং প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যাবে। শুল্ক-মুক্ত উপকরণের তালিকায় নয়টি নতুন পণ্য যোগ করা হয়েছে।
advertisement
12/12
সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025 Cheaper And Costlier List: সস্তা হল কোন কোন জিনিস? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা