Tomato Price Drops: মধ্যবিত্তের জন্য সুখবর! অবশেষে দাম কমল টমেটোর! আজ থেকেই নতুন রেট চালু! বড় ঘোষণা কেন্দ্রের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tomato Price Drops: টমেটোর দামে পতন! NAFED, NCCF 'এই' দরে বিক্রি করছে মহার্ঘ্য টমেটো। গত কয়েক মাস ধরে আগুন দামের পরে দারুণ স্বস্তিতে মধ্যবিত্ত সাধারণ মানুষ।
advertisement
1/12

মধ্যবিত্তের রান্নাঘরে আবারও টমেটোর প্রবেশ শুরু হয়েছে। বিগত কয়েকদিনে যেখানে টমেটোর দাম পৌঁছেছিল কেজি প্রতি ২৫০ টাকা সেখানে সরকারের এই পদক্ষেপ অনেকের কাছেই স্বস্তির। আকাশছোঁয়া দামের মধ্যে কেন্দ্রীয় সরকার ভর্তুকিতে প্রতি কেজি টমেটো বিক্রি করছে ৯০ টাকায়। এবার আরও কমে গেল দাম।
advertisement
2/12
আকাশছোঁয়া দামের মধ্যে কেন্দ্রীয় সরকার ভর্তুকিতে প্রতি কেজি টমেটো বিক্রি করছে ৯০ টাকায়। এবার আরও কমে গেল দাম।
advertisement
3/12
টমেটোর দামে পতন! NAFED, NCCF ৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করছে এই মহার্ঘ্য সবজি। গত কয়েক মাস ধরে আগুন দামের পরে দারুণ স্বস্তিতে মধ্যবিত্ত সাধারণ মানুষ।
advertisement
4/12
রবিবার কেন্দ্র দুটি সমবায়ের মাধ্যমে বিক্রি হওয়া টমেটোর খুচরা দাম কমানোর ঘোষণা করেছ। আজ থেকেই চালু হবে টমেটোর নয়া রেট।
advertisement
5/12
ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (NCCF) এবং ভারতের জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন (NAFED)। NCCF এবং NAFED এখন টমেটো বিক্রি করবে প্রতি কেজি ৮০ টাকা হিসেবে। পূর্বের দাম, অর্থাৎ ৯০ টাকা থেকে আরও ১০ টাকা কমল এবার দাম।
advertisement
6/12
এক বিবৃতিতে, বাণিজ্যিক বিষয়ক সচিব রোহিত কুমার সিং বলেন, “দেশের বিভিন্ন স্থানে ৯০ টাকা প্রতি কেজি হারে বিক্রির পর সরকারের হস্তক্ষেপের কারণে টমেটোর পাইকারি দাম কমেছে।"
advertisement
7/12
"দেশের ৫০০-র বেশি বাজারে পর্যবেক্ষণের পুনঃমূল্যায়ন করার পরে, রবিবার, ১৬ জুলাই, ২০২৩ প্রতি কেজি ৮০ টাকায় টমেটো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়," বলে জানান বাণিজ্যিক বিষয়ক সচিব রোহিত কুমার সিং।
advertisement
8/12
“আজ NAFED এবং NCCF-এর মাধ্যমে দিল্লি, নয়দা, লখনউ, কানপুর, বারাণসী, পটনা, মুজাফফরপুর এবং আরাহ-তে বেশ কয়েকটি পয়েন্টে নয়া রেটে বিক্রি শুরু হয়েছে৷ আশা করা হচ্ছে আগামিকাল থেকে আরও বেশি শহরে নয়া দাম চালু হবে”।
advertisement
9/12
টমেটোর দামের সর্বভারতীয় গড় খুচরা মূল্য প্রতি কেজিতে তিনগুণ বেড়ে ১০০ টাকার উপরে উঠে যায় গত মাসেই। এরপরেই বাজার পর্যবেক্ষণে নামে কেন্দ্র।
advertisement
10/12
বুধবার এই নিয়ে কাজ শুরু করে কেন্দ্র। এরপরেই NAFED এবং NCCF-কে অবিলম্বে অন্ধ্র প্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের বাজারগুলি থেকে টমেটো সংগ্রহ করার নির্দেশ দেয় কেন্দ্র।
advertisement
11/12
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৪ জুলাই, কেন্দ্রীয় সরকার মোবাইল ভ্যানের মাধ্যমে দিল্লি-এনসিইতে প্রতি কেজি ৯০ টাকা ভর্তুকিযুক্ত হারে টমেটো বিক্রি শুরু হয়। ১৫ জুলাই আরও কিছু শহরেও ওই রেটে টমেটো বিক্রি শুরু হয়।
advertisement
12/12
ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশের অনেক জায়গায় টমেটোর দাম আকাশচুম্বী। সরকার টমেটোর দাম কমানোর চেষ্টা করেছে। মধ্যবিত্তকে স্বস্তি দিতেই টমেটোর পাইকারি দাম কমেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tomato Price Drops: মধ্যবিত্তের জন্য সুখবর! অবশেষে দাম কমল টমেটোর! আজ থেকেই নতুন রেট চালু! বড় ঘোষণা কেন্দ্রের