Tips To Save Money: টাকা জমাতে চাইলে মেনে চলতে হবে বেশ কিছু সহজ উপায়
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Tips To Save Money: ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সাশ্রয় করতে গেলে মেনে চলতে হবে বেশ কিছু সহজ উপায়
advertisement
1/6

বর্তমান সময়ে সংসারে খরচ মেটানোর পর ভবিষ্যতের জন্য সঞ্চয় অনেকটাই কষ্টসাধ্য। সেই সঙ্গে অল্প আয়ের মানুষের জন্য কাজটা বেশ মুশকিলও বটে।
advertisement
2/6
তবে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সাশ্রয় করতে গেলে মেনে চললে অনেকটাই সঞ্চয় করতে পারবেন।
advertisement
3/6
জীবনে স্বপ্নের সন্ধান সব সময়ই থাকে। কিন্তু সেই স্বপ্ন যদি অতি রঙিন হয় তবেই সমস্যা। কোনটি আপনার ‘চাওয়া’ আর কোনটা ‘প্রয়োজন’ সেই পার্থক্য প্রথমেই আপনাকে বুঝতে হবে।
advertisement
4/6
‘চাওয়া’ পূরণের বাড়তি খরচ থেকে নিজেকে বিরত রেখে 'প্রয়োজন' বেশি মনোনিবেশ করুন। তবে অল্প কিছু 'চাওয়া' -এর চাহিদা মেটাতে খরচ করতে পারেন।
advertisement
5/6
সঞ্চয়ী ব্যক্তি সঞ্চয় শুরু করতে দেরি করেন না। ক্যারিয়ারের শুরুতে রোজগার কম থাকলেও তিনি সঞ্চয় শুরু করে দেন। ছোট ছোট সঞ্চয়েই তিনি গড়ে তোলেন ভবিষ্যৎ।
advertisement
6/6
আপনি যদি সঞ্চয়ী ব্যক্তি হতে চান, তবে অন্তত তিন থেকে ছয় মাসের খরচ সব সময়েই হাতে রাখেন। জীবনের কোন পর্যায়ে কোন চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হবে, তা তো কারও আগে থেকে জানা থাকে না।