Huge Return: পাঁচ বছরে ৪ গুণ রিটার্ন! SBI-এর এই মিউচুয়াল ফান্ড থেকে দু’হাতে লাভ করছেন বিনিয়োগকারীরা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Huge Return: লাম্পসাম বিনিয়োগে পাঁচ বছরে গড় বার্ষিক রিটার্নের পরিমাণ ৩২.৯০ শতাংশ। আর এসআইপি-এর সিএজিআর হল ৩০.৯ শতাংশ।
advertisement
1/6

দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই। মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় অন্যতম বড় ফান্ড হাউজও তারা। তাদেরই একটি সেক্টরাল ফান্ড গত পাঁচ বছরে ৪ গুণের বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১ লক্ষ টাকার বিনিয়োগ হয়েছে ৪ লক্ষ টাকা।
advertisement
2/6
ফান্ডের নাম, এসবিআই হেলথকেয়ার অপারচুনিটিস ফান্ড। মূলত ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্য পরিষেবা কোম্পানিগুলির শেয়ারে বিনিয়োগ করা হয়। শুধু লাম্পসাম নয়, এই ফান্ডের এসআইপি থেকেও দুর্দান্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। পাঁচ বছর ধরে এই ফান্ডে যদি কেউ প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে ১২ লাখ টাকার বেশি রিটার্ন মিলেছে।
advertisement
3/6
লাম্পসাম বিনিয়োগে পাঁচ বছরে গড় বার্ষিক রিটার্নের পরিমাণ ৩২.৯০ শতাংশ। আর এসআইপি-এর সিএজিআর হল ৩০.৯ শতাংশ। ফান্ডের মত এইউএম-এর পরিমাণ ৩,৩৫৭.২৮ কোটি টাকা। মোট রিটার্ন ইনডেক্স ২৯.৮৭ শতাংশ। বেঞ্চমার্ক রিটার্নও পাঁচ বছরে ২৯.৮৭ শতাংশ। ডায়রেক্ট প্ল্যানের আওতায় ব্যয় অনুপাত ০.৯০ শতাংশ, রেগুলার প্ল্যানে ১.৯৬ শতাংশ।
advertisement
4/6
সান ফার্মাসিউটিক্যালে ১১.৯৪, ডিভি'স ল্যাবে ৫.৭৩ শতাংশ, লুপিনে ৫.৬০ শতাংশ, ম্যাক্স হেলথকেয়ারে ৫.৪৪ শতাংশ এবং সিপ্লাতে ৫.১৭ শতাংশ বিনিয়োগ রয়েছে এসবিআই হেলথকেয়ার অপারচুনিটিস ফান্ডের। আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির জন্য এই ফান্ড আদর্শ। ফান্ডের ৯৬.২৪ শতাংশ ইক্যুইটিতে এবং ক্যাশ এবং ক্যাশ জাতীয় সম্পদে বিনিয়োগ করা হয়। ইক্যুইটি পোর্টফোলিওতে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কোম্পানিগুলিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
advertisement
5/6
আগামীদিনে স্বাস্থ্য পরিষেবা সেক্টরে বিপুল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে এই সেক্টর অফুরন্ত সম্ভাবনাময়। ফলে এই ফান্ড থেকে ভবিষ্যতেও ভাল রিটার্ন মিলতে পারে। চাহিদা দীর্ঘমেয়াদে থাকার সম্ভাবনা রয়েছে। এসআইপি থেকেও ভাল রিটার্ন বোঝাচ্ছে, বাজারের ওঠানামার মধ্যেও বিনিয়োগের জন্য এই ফান্ডকে ভরসা করা যায়।
advertisement
6/6
স্বাস্থ্য পরিষেবা এবং ফার্মা ফান্ডে বিনিয়োগের জন্য এতে ঝুঁকিও রয়েছে। বাজারের ওঠানামা অনেক বেশি হয়। তাই এই ফান্ডে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা। বিশেষ করে লাম্পসাম বিনিয়োগের ক্ষেত্রে। রিসকোমিটার বলছে, এই ফান্ডে বিনিয়োগের ঝুঁকি অত্যন্ত বেশি। তাই যাঁরা ঝুঁকি নিতে পারবেন, শুধু তাঁদেরই বিনিয়োগ করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Huge Return: পাঁচ বছরে ৪ গুণ রিটার্ন! SBI-এর এই মিউচুয়াল ফান্ড থেকে দু’হাতে লাভ করছেন বিনিয়োগকারীরা