8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! বেতনই নয় বোনাস, গ্র্যাচুইটিতে বাম্পার বৃদ্ধি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
8th Pay Commission: মোদি সরকারের কর্মীদের জন্য আসছে বড় খবর! নতুন বেতন কমিশনে ভাল খবর আসছে
advertisement
1/11

ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে ৷ টার্ম অফ রেফারেন্সকে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ রঞ্জনা দেশাইয়ের সভাপতিত্বে তিন সংসদীয় সমিতির কাজ শুরু করার রাস্তা পরিষ্কার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ৩ নভেম্বর ২০২৫, একটি নোটিসে জানতে পারা গিয়েছে টার্ম অফ রেফারেন্স সম্পূর্ণ ভাবে বিবরণ দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
টিওআর স্পষ্ট করা হয়ে গিয়েছে ৷ অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন ও সংশোধন পর্যন্ত সীমিত নয় ৷ এছাড়াও বোনাস, ভাতা, গ্যারচুইটি, পারফরমেন্স সংক্রান্ত বিষয় বা অন্যদিকে লাভ সমীক্ষা করা ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
বিগত বেতন কমিশনের মতই বড়সড় ভাল কিছুই সুপারিশ করবে বলে মনে করা হচ্ছে ৷ সরকারি বিবৃতিতে জানতে পারা গিয়েছে বিচারপতি রঞ্জনা দেশাই অষ্টম বেতন কমিশনের সভাপতি হচ্ছেন, অধ্যাপত পুলক ঘোষ অংশকালিক সদস্য হবেন ৷ পঙ্কজ জৈনকে সদস্য সচিব রূপে নির্বাচিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
নতুন বেতন কমিশনের সুপারিশ ১৮ মাসের মধ্যেই জমা পড়বে ৷ প্রয়োজন পড়লে অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট পেশ করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
কোন কোন কেন্দ্রীয় সরকারি কর্মীদের কী কী লাভ হতে পারে? কেন্দ্রীয় সরকার ইন্ডাস্ট্রিয়াল ও নন ইন্ডাস্ট্রিয়াল কর্মচারী, অখিল ভারত ভারতীয় সেবার অধিকারী, সশস্ত্র সেনাবাহিনীর কর্মী ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারী, সংসদের নিয়ামক সদস্য, ভারতীয় লিখিত পরীক্ষা বিভাগ, লেখা বিভাগের কর্মী ৷ সর্বোচ্চ আদালত, উচ্চ আদালতের কর্মী, কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত বিচারপতিরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
শুধুমাত্র বেতন, ভাতা, বোনাসই শুধুই নয়, সমীক্ষা করা হয়েছে ৷ সূচনা অনুযায়ী, নিয়োগ বিন্দুর উপরে কার্যকর করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
নতুন বেতন কমিশনে বেতন পরিকাঠামোর পুর্নবিন্যাস হবে ৷ সমীক্ষা করা হবে ৷ সঙ্গে সঙ্গে সুপারিশও করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
গ্র্যাচুইটি ন্যাশন্যাল পেনশন সিস্টেম ও ইউপিএস যোজনা ৷ কর্মীজের ডিসিআরজির সমীক্ষা করা হবে ৷ এছাড়াও অতিরিক্ত এনপিএসের অন্তর্গত কর্মীদের গ্র্যাচুইটি, পেনশনের সুপারিশ করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
অষ্টম বেতন কমিশনের সুপারিশ দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে নির্ধারিত করা হবে ৷ বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে পিএসইউ ও বেসরকারি কর্মীদের বেতনক্রম যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! বেতনই নয় বোনাস, গ্র্যাচুইটিতে বাম্পার বৃদ্ধি