স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?
- Published by:Tias Banerjee
Last Updated:
Post Office FD Savings Scheme| পোস্ট অফিসে স্ত্রীর নামে ২ বছরের জন্য ১ লক্ষ টাকার টিডি করলে মেয়াদ শেষে মোট পাওয়া যাবে কত? অনেকেই জানেন না বলে এই সুবিধা পান না।
advertisement
1/6

পোস্টঅফিসে স্ত্রীর নামে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা পাওয়া যাবে—এই প্রশ্ন অনেকেরই। বর্তমান সময়ে নিয়মিত সঞ্চয় দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন দেয় ঠিকই, তবে বাজারভিত্তিক বিনিয়োগে ঝুঁকিও থাকে। সেই জায়গায় সরকারি প্রকল্প, বন্ড বা ব্যাঙ্ক ও পোস্ট অফিসের ডিপোজিট স্কিমকে তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ বলা হয়, কারণ এখানে রিটার্ন নিশ্চিত।
advertisement
2/6
ব্যাঙ্কের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা এফডি সবচেয়ে জনপ্রিয় সঞ্চয় প্রকল্পগুলির একটি। অনেক ব্যাঙ্কেই বর্তমানে এফডিতে ভাল সুদের হার দেওয়া হচ্ছে এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেই সুদের হার আরও বেশি।
advertisement
3/6
চাইলে পরিবারের কোনও বয়স্ক সদস্যের নামেও এফডি করা যায়। একই ধরনের সুবিধা পাওয়া যায় পোস্ট অফিসেও। পোস্ট অফিসের টাইম ডিপোজিট বা টিডি স্কিমে সব গ্রাহকের জন্য সুদের হার এক—পুরুষ, মহিলা বা প্রবীণ নাগরিকদের মধ্যে কোনও পার্থক্য নেই।
advertisement
4/6
পোস্ট অফিসে ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত টিডি খোলা যায়। ১ বছরের টিডিতে সুদের হার ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য ৭.০ শতাংশ, ৩ বছরের জন্য ৭.১ শতাংশ এবং ৫ বছরের টিডিতে সুদের হার ৭.৫ শতাংশ। এই স্কিমে ন্যূনতম বিনিয়োগ ১,০০০ টাকা, তবে সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।
advertisement
5/6
এবার যদি কেউ পোস্ট অফিসে স্ত্রীর নামে ২ বছরের জন্য (২৪ মাস) ১ লক্ষ টাকা টিডিতে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে মোট পাবেন ১,১৪,৮৮৮ টাকা। এর মধ্যে সুদ হিসেবে পাওয়া যাবে ১৪,৮৮৮ টাকা।
advertisement
6/6
অর্থাৎ এই প্রকল্পে ঝুঁকিবিহীন ও নিশ্চিত হারে নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়, যা নিরাপদ সঞ্চয়ের দিক থেকে অনেকের কাছেই আকর্ষণীয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
স্ত্রীর নামে পোস্টঅফিসে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোসিট করলে ২ বছরে কত টাকা মিলবে?