Tata Punch|| ৫ স্টার রেটিং টাটার নতুন গাড়ি Tata Punch, বাইরে-ভিতরে কেমন দেখতে? কী ফিচার? দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Tata Punch Launched in India: টাটা তাদের নতুন মাইক্রো এসইউভি গাড়ি Tata Punch লঞ্চ করেছে ভারতে। টাটার এই নতুন গাড়ি ভারতে পাওয়া যাবে মাত্র ৫.৪৯ লাখ টাকায়।
advertisement
1/20

*টাটার নতুন মাইক্রো এসইউভি গাড়ি Tata Punch লঞ্চ করেছে ভারতে।
advertisement
2/20
*টাটার এই নতুন গাড়ি ভারতে পাওয়া যাবে মাত্র ৫.৪৯ লাখ টাকায়। যা একেবারে অবিশ্বাস্য।
advertisement
3/20
*Tata Punch এই মুহূর্তে ভারতের সবথেকে সুরক্ষিত গাড়ি।
advertisement
4/20
*Tata Punch-কে ইতিমধ্যেই গ্লোবাল এনসিএপি (Global NCAP)-র তরফে কার ক্র্যাশ টেস্ট পরীক্ষায় ৫ স্টার রেটিং দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক টাটার নতুন এই গাড়িতে কী কী সুবিধা পাওয়া যাবে।
advertisement
5/20
*ইঞ্জিন: Tata Punch গাড়িটির ইঞ্জিন ৬০০০ আরপিএম (RPM) এ ৮৬ পিএস (PS) অবধি ম্যাক্সিমাম পাওয়ার এবং ৩৩০০ আরপিএম এ ১১৩ এনএম (Nm) অবধি স্পিড জেনারেট করতে সক্ষম।
advertisement
6/20
*ট্রান্সমিশন: Tata Punch গাড়িটিতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স স্ট্যান্ডার্ড। এছাড়াও এই গাড়িটিতে ৫-স্পিড এএমটি (AMT) এর সুবিধাও পাওয়া যাবে।
advertisement
7/20
*ড্রাইভ মোড: Tata Punch গাড়িটিতে আলাদা আলাদা রাইডিং কন্ডিশনের জন্য দু'টি ড্রাইভ মোড দেওয়া হয়েছে। একটি হল ইকো (Eco) এবং আরেকটি সিটি (City)।
advertisement
8/20
মডেল: ভারতে Tata Punch এর চারটি মডেল পাওয়া যাচ্ছে। এগুলি হল পিওর (Pure), অ্যাডভেঞ্চার (Adventure), অ্যাকমপ্লিসড (Accomplished) এবং ক্রিয়েটিভ (Creative)।
advertisement
9/20
*Tata Punch পাওয়া যাবে অ্যাটোমিক অরেঞ্জের (Atomic Orange) সঙ্গে ব্ল্যাক রুফ।
advertisement
10/20
*Tata Punch মিল্র্নেবে ডো ব্লুর (Tornado Blue) সঙ্গে হোয়াইট রুফে।
advertisement
11/20
*Tata Punch পাওয়া যাবে ক্যালিপসো রেডের (Calypso Red) সঙ্গে হোয়াইট রুফ।
advertisement
12/20
*Tata Punch মিলবে অরকাস হোয়াইটের (Orcus White) সঙ্গে ব্ল্যাক রুফে।
advertisement
13/20
*ডেটোনা গ্রের (Daytona Grey) সঙ্গে ব্ল্যাক রুফে পাওয়া যাবে Tata Punch।
advertisement
14/20
*ভারতের বাজারে ট্রপিকাল মিস্টের (Tropical Mist) সঙ্গে ব্ল্যাক রুফে মিলবে Tata Punch।
advertisement
15/20
*মেটেওর ব্রোঞ্জের (Meteor Bronze) সঙ্গে ব্ল্যাক রুফেও পাওয়া যাবে Tata Punch।
advertisement
16/20
*ফুয়েল ক্ষমতা: Tata Punch গাড়িটিতে রয়েছে ৩৭ লিটার ক্ষমতাসম্পন্ন ফুয়েল ট্যাঙ্ক।
advertisement
17/20
*ডায়মেনশন: Tata Punch গাড়িটি প্রায় ৩৮২৭ মিলিমিটার লম্বা, ১৭৪২ মিলিমিটার চওড়া এবং ১৬১৫ মিলিমিটার উঁচু। এছাড়াও এতে রয়েছে ২৪৪৫ মিলিমিটারের হুইলবেস।
advertisement
18/20
*স্পেস: Tata Punch গাড়িটিতে আইএসও ভি২১৫(ISO V215) এ ৩৬৬ লিটারের বুট স্পেস রয়েছে। এছাড়া আইএসও ২০১ (ISO 201) এ ৩১৯ লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে।
advertisement
19/20
*ব্রেক: Tata Punch গাড়িটির ফ্রন্টে রয়েছে ডিস্ক ব্রেক। এছাড়াও এর গিয়ারে রয়েছে ড্রাম ব্রেক।
advertisement
20/20
*মূল্য: ভারতের বাজারে Tata Punch গাড়িটির দাম ৫.৪৯ লাখ টাকা থেকে শুরু। গাড়ির টপ মডেলের দাম প্রায় ৯.৩৯ লাখ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tata Punch|| ৫ স্টার রেটিং টাটার নতুন গাড়ি Tata Punch, বাইরে-ভিতরে কেমন দেখতে? কী ফিচার? দেখুন ছবিতে...