Share Market: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক পতন, ভারতে সেনসেক্স কমল ২,৫০০ পয়েন্ট, নিফটি রয়েছে ২৪ হাজারের ঘরে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Sensex: মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে।
advertisement
1/7

বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ব্যাপক পতন। তার ধাক্কা এসে লাগল ভারতেও। সোমবার সকালে বিএসই সেনসেক্স ২,৫০০ পয়েন্ট কমে ৭৮,৫০০-এর স্তরে নেমে যায়। নিফটি ৫০ সূচক রয়েছে ২৪,০০০-এর ঘরে। সেনসেক্স ৩০-এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে টাটা মোটরসের। এরপর রয়েছে টাটা স্টিল, মারুতি, আদানি পোর্টস, এসবিআই এবং জেএসডব্লিউ স্টিল।
advertisement
2/7
শেয়ার বাজারের ছাপ পড়েছে বিস্তৃত বাজারে। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচক প্রায় ৪ শতাংশ নেমেছে। প্রায় সব সেক্টরেই লেনদেন চলছে লাল রঙে। নিফটি রিয়েলটি কমেছে ৫ শতাংশ। নিফটি মেটাল, নিফটি মিডিয়া, নিফটি অটো, প্রতিটি ৩ থেকে ৪ শতাংশের রেঞ্জে নেমে গিয়েছে।
advertisement
3/7
এদিনের ইন্ট্রাডে ডিলে টাইটানের শেয়ার বিএসই-তে শেয়ার প্রতি ৩২০১ টাকা কমেছে। ২০২৪-২৫ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নিট মুনাফা কমে কোম্পানির। তারপর এদিন শেয়ার বাজারে এমন পতনের সাক্ষী থাকল টাইটান। বিএসই-তে এসবিআই-এর শেয়ার প্রতি দাম ৮.৪ শতাংশ কমে ৮০৪ টাকায় দাঁড়িয়েছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এমন ধাক্কা খেল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক।
advertisement
4/7
শুধু ভারত নয়, গোটা এশিয়ার শেয়ার বাজারেরই একই অবস্থা। দক্ষিণ কোরিয়ার কোস্পি, হংকং-এর হ্যাং সেং এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০, সবই ৩ শতাংশ থেকে ১১ শতাংশ নেমেছে। জাপানে নিক্কেই ২২৫ এবং টপিক্স ১৩ শতাংশ কমেছে।
advertisement
5/7
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মনডে’-এর পর এমন পতন দেখেনি বাজার। গত শুক্রবার ন্যাসডাক কম্পোজিট ২.৪৩ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ কমেছে ১.৮৪ শতাংশ। সব মিলিয়ে বিশ্ব জোড়া মন্দার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
advertisement
6/7
চাকরির বাজারও মন্দার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই মাসেও টেক সেক্টরে ছাঁটাই অব্যাহত। দেশ জুড়ে ৩৪টি প্রযুক্তি সংস্থার ৮ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
advertisement
7/7
সারা বিশ্বে ৩৮৪টি কোম্পানিতে এক বছরে মোট ১২৪,৫১৭ কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে খবর। অন্য দিকে, এমন বাজার পরিস্থিতির জন্য ফেডারেল রিজার্ভের সুদের হার স্থির রাখার সিদ্ধান্তকে দায়ী করেছেন জিওজিত-এর বিশ্লেষকরা। যা গোটা বিশ্বকে সম্ভাব্য আর্থিক মন্দার দিকে ঠেলে দিতে পারে বলে অনুমান তাঁদের।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market: বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক পতন, ভারতে সেনসেক্স কমল ২,৫০০ পয়েন্ট, নিফটি রয়েছে ২৪ হাজারের ঘরে