advertisement
1/7

ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্কের কাজ হোক বা অনলাইন ব্যাঙ্কিং ৷ এখন প্রতারণার ফাঁদ পাতা ভুবনে ৷ গ্রাহকদের প্রতারকদের হাত থেকে বাঁচাতে সদা সতর্ক থাকে দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক SBI ৷ শুধু ব্যাঙ্কের তরফেই নয়, সতর্কতা প্রয়োজন গ্রাহকদের তরফেও ৷ তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ছায়ার মতো জড়িয়ে থাকা বিপদগুলি সম্পর্কে আরও একবার ওয়াকিবহল করলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
advertisement
2/7
যত আধুনিক হচ্ছে ব্যাঙ্কিং ততই বাড়ছে প্রতারকরাও হচ্ছে আরও স্মার্ট ৷ ব্যাঙ্কের সুরক্ষা ব্যবস্থা ভেদ করতে গ্রাহকদের কথার জালে ফাঁসিয়ে জেনে নিচ্ছে গুপ্ত তথ্য ৷ কখনও কায়দা করে বোকা বানিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্যও ৷
advertisement
3/7
গ্রাহকদের সতর্ক করার উদ্দেশ্যে এসবিআই জানিয়েছে, কখনও কোনও অবস্থাতেই নিজের ইউজার আইডি, পিন নম্বর, পাসওয়ার্ড, সিভিভি, ওটিপি, ভিপিএ বা UPI কাউকে বলবেন না ৷ একইসঙ্গে নিশ্চিত করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলেছেন, কখনই ব্যাঙ্ক থেকে ফোন করে বা ব্যাঙ্কের কোনও কর্মী গ্রাহকদের থেকে এই তথ্যগুলি চায় না ৷
advertisement
4/7
এসবিআইয়ের তরফে গ্রাহকদের সতর্ক করতে একটি ভিডিও রেকর্ড করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, বড় রাস্তার মোড়ের মতো পালবিক প্লেসে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করে কখনই নেট ব্যাঙ্কিং পরিষেবা বা অনলাইনে টাকা লেনদেন করা সুরক্ষিত নয় ৷ এতে তথ্য চুরির আশঙ্কা থেকে যায় ৷
advertisement
5/7
কোনও ব্যক্তি ফোন করে ব্যাঙ্কের তরফে পাঠানো OTP জানতে চাইলে কখনই তা জানাবেন না বলে সতর্ক করেছে ব্যাঙ্ক ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিজিটাল লেনদেন সুরক্ষিত রাখতেই OTP ৷ ওই তথ্য অন্য কারোর হাতে পড়লে অজান্তেই আপনার অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে যেতে পারে টাকা ৷ উল্লেখ্য, ব্যাঙ্কের তরফে কোনও কর্মী কখনই গ্রাহকের থেকে OTP জানতে চান না ৷
advertisement
6/7
এছাড়াও ফোনে কোনও নিকটাত্মীয়ের সঙ্গেও ব্যাঙ্কিং-এর ব্যক্তিগত তথ্য শেয়ার করার ব্যাপারেও সতর্ক করেছে ব্যাঙ্ক ৷ হয়তো হতে পারে, প্রতারক আপনার পাশে দাঁড়িয়ে আপনার সমস্ত তথ্য নোট করে নিচ্ছে অথবা প্রতারক ফোনও আড়ি পাতলেও আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য এসে যাবে তার হাতে ৷ (representative image)
advertisement
7/7
নিজের এটিএম, ডেবিট অথবা ক্রেডিট কার্ড কোনও অবস্থাতেই কারোর হাতে দেবেন না ৷ এমন ঘটনার ক্ষেত্রে কোনও প্রতারণার ঘটনা ঘটলে ব্যাঙ্ক কখনই দায়িত্ব নেবে না বলেও জানিয়েছে SBI ৷