advertisement
1/4

ডিজিটাল লেনদেন যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে ডিজিটাল ক্রাইমও ৷ মানুষ এটিএম ব্যবহার তো করছে কিন্তু সেই সঙ্গে ভয়ও পাচ্ছেন ৷ কারণ এটিএম হ্যাক করে টাকা তুলে নেওয়ার একাধিক ঘটনা প্রায় প্রতিদিনই সামনে আসছে ৷ তবে এবার থেকে এটিএম কার্ড ব্যবহারে আর ভয় পেতে হবে না ৷ স্টেট ব্যাঙ্ক খুব শীঘ্রই এমন একটি এটিএম কার্ড নিয়ে আসতে চলেছে যা আপনি আপনার সুবিধা মতো কন্ট্রোল করতে পারবেন ৷ ব্যাঙ্কের তরফে অ্যাকাউন্ট হোল্ডার্সদের এই কার্ড দেওয়া হবে ৷
advertisement
2/4
স্টেট ব্যাঙ্ক এই সুবিধা তাদের অ্যাপ SBI Quick এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে ৷ এতে এটিএম কার্ডের জন্য আলাদা সুবিধা রয়েছে ৷ এই অ্যাপ আপনার এটিএম কার্ড ব্লক করতে, অন অফ করতে ও এটিএম পিন জেনারেট করার সুবিধা দেবে ৷ যে মোবাইল নম্বরে এই অ্যাপ ডাউনলোড করা হবে সেই ব্যাঙ্কে রেজিষ্টার হয়ে যাবে ৷
advertisement
3/4
এই অ্যাপ ব্যবহার করার জন্য প্রথমে রেজিষ্ট্রেশন করাতে হবে ৷ অ্যাপের রেজিষ্ট্রেশন ফিচারে গিয়ে যে নম্বরে অ্যাপ ডাউনলোড করেছেন সেটি এন্টার করতে হবে ৷ এরপর আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৷ আপনার এটিএম কার্ড হারিয়ে গেলে এই অ্যাপের মাধ্যমে সেটি ব্লক করতে পারবেন ৷ এর জন্য আপনাকে কিছু চার্জ দিতে হবে ৷ এসএমএস-এর মাধ্যমে এটা করতে চাইলে BLOCK >> space >> এটিএম কার্ডের শেষ চার ডিজিট দিয়ে 567676 নম্বরে এসএমএস করতে হবে ৷
advertisement
4/4
এটিএম কন্ট্রোলের পাশাপাশি এই অ্যাপে আপনি ব্যাসেন্স চেক, মিনি স্টেটমেন্ট, কার বা হোম লোনের ডিটেল, পিএন সোশ্যাল সিকিউরিটির এনরোলমেন্ট সহ একাধিক পরিষেবা পেয়ে যাবেন ৷