TRENDING:

ন্যূনতম বিনিয়োগে অনলাইনে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে কোটির উপরে!

Last Updated:
এই বিজ্ঞাপন লাগানোর ব্যবসার ক্ষেত্রটি এখনও এই দেশে রয়ে গিয়েছে একটা অসংগঠিত স্তরে
advertisement
1/5
ন্যূনতম বিনিয়োগে অনলাইনে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে কোটির উপরে!
৫০ হাজার টাকা খুব একটা কম নয়! এই নিয়ে কোনও দ্বিমত থাকাই উচিত নয়! কিন্তু যদি কোনও ব্যবসায় মূলধন বিনিয়োগের কথা ওঠে? যে কোনও ব্যবসা শুরু করতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক বিনিয়োগ করতে হয়। একেই বলা হয় মূলধন। ব্যবসা চালানোর জন্য যে বিষয়গুলো প্রয়োজন, তা তৈরি করার জন্য এই খরচের প্রয়োজন হয়। সাধারণত ব্যবসা শুরু করার পক্ষে মূলধন লক্ষেরও উপরে হয়, হাজার টাকার মধ্যে তা সীমিত থাকে না।
advertisement
2/5
কিন্তু Gohoardings.com-এর প্রতিষ্ঠাতা দীপ্তি অবস্তি শর্মা News18-কে খোলাখুলি জানিয়েছেন যে তিনি যখন অনলাইনে অর্ডার নেওয়ার মাধ্যমে আউটডোর লোকেশনে বিজ্ঞাপন বা হোর্ডিং লাগানোর ব্যবসা শুরু করেন, তখন তাঁকে মূলধন হিসেবে বিনিয়োগ করতে হয়েছিল মাত্র ৫০ হাজার টাকা, তার এক পয়সা বেশিও নয়, এক পয়সা কমও নয়।
advertisement
3/5
দীপ্তি জানিয়েছেন যে এই বিজ্ঞাপন লাগানোর ব্যবসার ক্ষেত্রটি এখনও এই দেশে রয়ে গিয়েছে একটা অসংগঠিত স্তরে। অথচ যে কোনও কাজে বিজ্ঞাপন দেওয়ার দরকার পড়ে, সে ছোট মাপেরই হোক কী বড় মাপের হোক! অন্য দিকে, যে ভাবে সব ব্যবসা ডিজিটালাইজড হয়ে উঠছে দিন কে দিন, তাতে এই ক্ষেত্রটিও সেই দিকেই এগোচ্ছে। অনেকেই চাইছেন যে বাড়ি বসে কয়েকটা ক্লিকে কাজ সেরে ফেলতে।
advertisement
4/5
এই ব্যবসা শুরু করার জন্য ডোমেন নাম রেজিস্টর করে শুধু একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এর পর সেই ওয়েবসাইট মারফত বাকি কাজ চলে। দীপ্তি জানিয়েছেন যে তাঁর সংস্থায় গ্রাহকরা এসে প্রথমে একটা অ্যাকাউন্ট বানিয়ে লগ-ইন করেন। তার পর যে এলাকায় বিজ্ঞাপন দিতে চাইছেন সেটি সিলেক্ট করেন। সঙ্গে সঙ্গে সংস্থার কাছে মেইল চলে যায় এবং সংস্থা সেই এলাকায় কোন কোন জায়গা ফাঁকা আছে, সেখানে বিজ্ঞাপন দিতে কত খরচ হবে, তা বিশদে জানিয়ে দেয়।
advertisement
5/5
এর পর গ্রাহকরা বিজ্ঞাপনের আর্টওয়ার্ক এবং অন্য নির্দেশ পাঠিয়ে দেন। বিজ্ঞাপন লাইভ হওয়ার জন্য তাঁদের বৈধ পরিচয়পত্রের প্রমাণ দিতে হয়। অনলাইনেই হয়ে যায় টাকা ট্রানজাকশন, ফলে কোনও পক্ষকেই ঝক্কি পোহাতে হয় না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ন্যূনতম বিনিয়োগে অনলাইনে শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে কোটির উপরে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল