TRENDING:

SIP Investment Tips: মহিলাদের জন্য সেরা SIP কোনগুলো? রইল যাবতীয় খুঁটিনাটি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না

Last Updated:
SIP Investment Tips: বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড বাছতে হয়। তবেই ভাল রিটার্ন মেলে।
advertisement
1/7
মহিলাদের জন্য সেরা SIP কোনগুলো? রইল যাবতীয় খুঁটিনাটি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না
যত দিন যাচ্ছে এসআইপির জনপ্রিয়তা বাড়ছে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন অনেকেই। পিছিয়ে নেই মহিলারাও। তাঁরাও মাস গেলে কিছু টাকা এসআইপিতে ঢালছেন। মিলছে মোটা রিটার্ন। কিন্তু মহিলাদের জন্য সেরা এসআইপি কোনগুলো?
advertisement
2/7
বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক লক্ষ্য অনুযায়ী ফান্ড বাছতে হয়। তবেই ভাল রিটার্ন মেলে। তবে যে সব মহিলা সদ্য বিনিয়োগ শুরু করছেন তাঁরা লার্জ ক্যাপ বা ব্যালান্সড ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধরণের ফান্ডে ঝুঁকি কম। ফলে লোকসানের সম্ভাবনা খুব একটা থাকে না।
advertisement
3/7
মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত। ফলে ঝুঁকি থেকেই যায়। বাজার চাঙ্গা থাকলে স্বাভাবিকভাবেই লাভ মিলবে। বাজার পড়লে লোকসানের সম্ভাবনা। তবে দীর্ঘমেয়াদে ঝুঁকি অনেকটাই কমে যায়। কমবেশি ১২ শতাংশ হারে রিটার্ন পান বিনিয়োগকারীরা।
advertisement
4/7
যাঁরা রিটার্ন আরও বাড়াতে চান, তাঁরা স্টেপ আপ এসআইপিতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়। মহিলাদের জন্যও এটা লাভজনক। এতে বছরে ৫ বা ১০ শতাংশ হারে বিনিয়োগ বাড়াতে হয়। ধরে নেওয়া যাক, কেউ বছরে ১০০০ টাকার এসআইপি করলেন। তাহলে দ্বিতীয় বছর তিনি ১০০০ টাকার ৫ শতাংশ অর্থাৎ ১০৫০ টাকা বিনিয়োগ করবেন। পরের বছর আরও পাঁচ শতাংশ বাড়াতে হবে। এভাবে চলতে থাকবে।
advertisement
5/7
ন্যূনতম ৫ থেকে ১০ বছর মেয়াদে এসআইপি করার কথা বলেন আর্থিক বিশেষজ্ঞরা। তবে কমপাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যাবে। যাইহোক, মহিলারা হাইব্রিড ফান্ড বা ডায়ভার্সিফায়েড ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। গত কয়েক বছরে এই ফান্ডগুলোও ভাল রিটার্ন দিয়েছে।
advertisement
6/7
তবে হ্যাঁ, এসআইপি থেকে ভাল রিটার্ন পেতে চাইলে ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যেতে হবে। বাজারের ওঠাপড়ায় প্রভাবিত হলে চলবে না। বাজার চাঙ্গা থাকুক কিংবা মন্দা বিনিয়োগ বন্ধ করলে হবে না। তাহলে এমনিই ভাল রিটার্ন মিলবে।
advertisement
7/7
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যে সব মহিলা ঝুঁকি নিতে পছন্দ করেন, বাজারের ওঠানামায় প্রভাবিত হন না, তাঁরা মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই ধরণের ফান্ডে ঝুঁকি একটু বেশি থাকে, বিশেষ করে স্মল ক্যাপ ফান্ডে। তবে রিটার্নও ভাল পাওয়া যায়। ইএলএসএস ফান্ডে বিনিয়োগের কথাও ভাবতে পারেন মহিলারা। এতে বিনিয়পগ করলে ট্যাক্স ছাড় পাওয়া যায়, মুনাফাও হয় ভাল। তবে বিনিয়োগের আগে গত ৫ থেকে ১০ বছরে সেই ফান্ড কত রিটার্ন দিয়েছে, তা দেখে নেওয়া উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Investment Tips: মহিলাদের জন্য সেরা SIP কোনগুলো? রইল যাবতীয় খুঁটিনাটি, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল