TRENDING:

GST New Rate: সোমবার থেকে কিছু জিনিসে জিএসটি-এর বদল, দেখুন দাম বাড়ছে কীসের

Last Updated:
GST New Rate: আগামী সোমবার থেকে আরও একটু খরচ বাড়তে চলেছে আপনার।
advertisement
1/7
সোমবার থেকে বাড়ছে নিত্য ব্যবহারের এই জিনিসটির দাম, দেখুন জিএসটি বদলের তালিকা
আগামী সোমবার থেকে আরও একটু খরচ বাড়তে চলেছে আপনার। কারণ চালু হচ্ছে সরকারের নতুন কয়েকটি পরিবর্তিত জিএসটি-এর হার। ৪৭ তম জিএসটি কাউন্সিলের মিটিংয়ে একাধিক দ্রব্যের উপর হার পরিবর্তনের কথা চূড়ান্ত করা হয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৮ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর করা হবে। সে দিন থেকেই বাড়বে দাম। এক নজরে দেখে নিন, কী কী জিনিসের দাম বাড়ছে জিএসটির পরিবর্তনের ফলে।
advertisement
2/7
আগে থেকে প্যাকিং করা ও লেবেল দেওযা লস্যি, বাটার মিল্ক-এ আগে কোনওরকম জিএসটি ছিল না, এ বার থেকে, অর্থাৎ জুলাই মাসের ১৮ তারিখ থেকে এ ক্ষেত্রে ৫ শতাংশ জিএসটি দিতে হবে।
advertisement
3/7
- ব্যাঙ্কের ইস্যু করা চেক বইয়ের উপর বসতে চলেছে ১৮ শতাংশ জিএসটি। ফলে চেক বুক আনতে গেলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।
advertisement
4/7
আইসিইউ ছাড়া হাসপাতালের ঘর, যেগুলির খরচ দৈনিক পাঁচ হাজার টাকার বেশি, সেগুলিতে ৫ শতাংশ দিতে হবে, তবে তা থেকে বাদ পড়বে আইটিসি।
advertisement
5/7
কোনও ধরনের ম্যাপ, চার্ট অ্যাটলাস-সহ এই ম্যাপ জাতীয় জিনিসে দিতে হবে ১২ শতাংশ জিএসটি।
advertisement
6/7
জিএসটি কাউন্সিল ঠিক করেছে, হোটেলের ঘর, যেগুলির খরচ ১ হাজার টাকার কিছু কম, সেগুলিতে দিতে হবে ১২ শতাংশ জিএসটিএ, এ ছাড়া এলইডি লাইট, ফিক্সচার, এলইডি ল্যাম্পের উপর জিএসটি-এর পরিমাণ আগের ১২ শতাংশ থেকে বাড়িযে ১৮ শতাংশ করার কথা বলা হয়েছে।
advertisement
7/7
ছুরি, কাটার ব্লেড, পেপার নাইফ, পেন্সিল কাটার শার্পনার, চামচ, স্কিমার, কেক-সার্ভারের উপর জিএসটির পরিমাণ ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হযেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GST New Rate: সোমবার থেকে কিছু জিনিসে জিএসটি-এর বদল, দেখুন দাম বাড়ছে কীসের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল