Share Market, Mutual Fund পুরনো, নতুন বিনিয়োগ মাধ্যম নিয়ে আসছে SEBI, ১০ লাখ থেকে শুরু
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
মনে করা হচ্ছে, ফিউচার এবং অপশন ট্রেডিং থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দূরে সরাতেই এই পদক্ষেপ নিচ্ছে সেবি।
advertisement
1/7

হাতে টাকা আছে। কিন্তু কোথায় বিনিয়োগ করা উচিত বুঝতে পারেন না অনেকেই। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি রয়েছে। সেখানে বিনিয়োগ করতে মন চায় না। আবার ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদ কম। তাহলে উপায়?
advertisement
2/7
খুব শীঘ্রই নতুন বিনিয়োগ বিকল্প আসতে চলেছে। সেবি জানিয়েছে, যাঁরা লক্ষাধিক টাকা বিনিয়োগ করেন, তাঁদের নতুন মাধ্যম দেওয়া হবে। ন্যূনতম ১০ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এখানে।
advertisement
3/7
মনে করা হচ্ছে, ফিউচার এবং অপশন ট্রেডিং থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দূরে সরাতেই এই পদক্ষেপ নিচ্ছে সেবি। তবে সেবি এটাও স্পষ্ট জানিয়েছে যে খুচরো বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগের সুযোগ পাবেন না।
advertisement
4/7
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মঙ্গলবার জানিয়েছে, উদীয়মান নতুন বিনিয়োগকারীদের চাহিদা মেটাতে নয়া বিনিয়োগ মাধ্যম আনার তোড়জোড় চলছে। এই মাধ্যম হবে আরও নমনীয় তবে ঝুঁকি থাকবে অনেক বেশি।
advertisement
5/7
সেবি জানিয়েছে, যাঁদের হাতে ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা রয়েছে, তাঁরা এখানে বিনিয়োগ করতে পারবেন। উদ্দেশ্য হল, মিউচুয়াল ফান্ড এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেসের মধ্যে ব্যবধান পূরণ করা। ১০ লাখ টাকা কম নয়। খুচরো বিনিয়োগকারীদের দূরে রাখতেই ন্যূনতম বিনিয়োগের এই পরিমাণ রাখা হয়েছে।
advertisement
6/7
নতুন বিকল্প কেমন হবে: অনিবন্ধিত ও অননুমোদিত বিনিয়োগ পণ্যের বাড়বাড়ন্ত রুখতেই নতুন বিনিয়োগ মাধ্যম আনার কথা ভাবছে সেবি। এর জন্য মিউচুয়াল ফান্ড কাঠামোর আওতায় নতুন সম্পদ শ্রেণী চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন সম্পদ শ্রেণী কার্যকর করার জন্য প্রুডেন্সিয়াল নিয়ম শিথিল করা হবে।
advertisement
7/7
ঝুঁকির সঙ্গে রিটার্নও বেশি মিলবে: সেবি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিনিয়োগ মাধ্যমে ঝুঁকি অনেক বেশি। সোজা কথায়, যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন, তাঁরাই এখানে বিনিয়োগ করবেন। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমে যাবে বলেও জানানো হয়েছে। এখন প্রশ্ন হল কীভাবে বিনিয়োগ করবেন? এর উত্তরে সেবি জানিয়েছে, বিনিয়োগের জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি চালু করা হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market, Mutual Fund পুরনো, নতুন বিনিয়োগ মাধ্যম নিয়ে আসছে SEBI, ১০ লাখ থেকে শুরু