Savings Account খুলেছেন? এই ৪ নিয়ম মাথায় রাখুন, না হলে পড়তে হবে বড় সমস্যায়
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Savings Account: সেভিংস অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে। গ্রাহককে সেগুলো মেনে চলতে হয়। কী সেই নিয়ম?
advertisement
1/8

বর্তমান সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা জরুরী। সহজ আর্থিক লেনদেনের জন্য এটা দরকার। সাধারণ লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্টই সবচেয়ে বেশি খোলা হয়। এখানে সঞ্চিত অর্থ জমা রাখেন গ্রাহক। পরিবর্তে সুদ দেয় ব্যাঙ্ক। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের কিছু নিয়ম রয়েছে। গ্রাহককে সেগুলো মেনে চলতে হয়। কী সেই নিয়ম?
advertisement
2/8
৫০ হাজার টাকার বেশি জমা করলে প্যানকার্ড: মানি লন্ডারিং রুখতে এই নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্টে একদিনে ৫০ হাজার টাকা বা তার বেশি জমা করলে বা তুললে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।
advertisement
3/8
একইভাবে যদি ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার বা চেকে ৫০ হাজার টাকা বা তার বেশি জমা বা তোলা হয়, সেক্ষেত্রেও প্যান কার্ড দেখাতে হবে।
advertisement
4/8
সেভিংস অ্যাকাউন্টে সুদের উপর কর: সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকার উপর সুদ দেয় ব্যাঙ্ক। ২.৭ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার ভিন্ন। কিন্তু এই সুদের উপর আবার কর দিতে হয়।
advertisement
5/8
ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে রাখা টাকায় অর্জিত সুদের উপর ১০ শতাংশ টিডিএস কাটে। তবে আয়কর আইনের ধারা ৮০টিটিএ-র অধীনে ১০ হাজার টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে অর্জিত সুদ ১০ হাজার টাকার কম হলে ট্যাক্স দিতে হবে না।
advertisement
6/8
ইনঅ্যাকটিভ সেভিংস অ্যাকাউন্ট: দীর্ঘদিন কোনও সেভিংস অ্যাকাউন্টে লেনদেন না করলে সেটাকে ‘ইনঅ্যাকটিভ’ নিষ্ক্রিয় করে দেয় ব্যাঙ্ক। তবে কোনও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার আগে অ্যাকাউন্ট হোল্ডারের সঙ্গে যোগাযোগ করে ব্যাঙ্ক। তাঁকে অ্যাকাউন্ট সচল রাখতে লেনদেন করতে বলা হয়। কিন্তু তারপরেও যদি অ্যাকাউন্টে লেনদেন না হয়, তখন তা নিষ্ক্রিয় করে দেয় ব্যাঙ্ক।
advertisement
7/8
ডেবিট কার্ডে বিমা: অনেকেই জানেন না ডেবিট কার্ডে ৫ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা দেওয়া হয়। তবে কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিমার পরিমাণ নির্ভর করে।
advertisement
8/8
ক্লাসিক কার্ডে ১ লক্ষ টাকা, প্ল্যাটিনাম কার্ডে ২ লক্ষ টাকা, সাধারণ মাস্টারকার্ডে ৫০ হাজার টাকা, প্লাটিনাম মাস্টারকার্ডে ৫ লক্ষ টাকা এবং ভিসা কার্ডে ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পাওয়া যায়। যেখানে, রুপে কার্ডে ১ থেকে ২ লাখ টাকার বিমা দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Savings Account খুলেছেন? এই ৪ নিয়ম মাথায় রাখুন, না হলে পড়তে হবে বড় সমস্যায়