RBI update Rs 20 note: নতুন ২০ টাকার নোট বাজারে আসছে, কী পরিবর্তন? পুরনো নোট চলবে তো? বিরাট আপডেট দিল RBI
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
RBI update Rs 20 note: বাজারে ২০ টাকার নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নোটের কী কী বৈশিষ্ট্য সেই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
1/5

বাজারে ২০ টাকার নতুন নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নোটের কী কী বৈশিষ্ট্য সেই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
2/5
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গান্ধি সিরিজের নতুন ২০ টাকার নোটে রিজার্ভ ব্যাঙ্কের নয়া গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে।
advertisement
3/5
এছাড়া নকশায় কোনও পরিবর্তন হবে না নতুন নোটে। তবে এর পাশাপাশি, পুরনো যে নোটগুলি রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করেছিল সেই সব নোটই বৈধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
4/5
গত বছর ১১ ডিসেম্বর গভর্নর হিসাবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। তাই নয়া ২০ টাকার নোটে নতুন গভর্নরের সই ছাড়া তেমন কোনও পরিবর্তন হচ্ছে না।
advertisement
5/5
বর্তমানে ভারতের চারটি জায়গায় নোট ছাপা হয়, যার মধ্যে রয়েছে নাসিক, দেওয়াস, মাইসুরু, শালবনি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
RBI update Rs 20 note: নতুন ২০ টাকার নোট বাজারে আসছে, কী পরিবর্তন? পুরনো নোট চলবে তো? বিরাট আপডেট দিল RBI