Ration: বাম্পার সুযোগ! 'এই' রেশন কার্ড থাকলে চাল,গম ছাড়াও ৩ মাস পাবেন আরও 'একটি' জিনিস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ration: চাল ও গমের পাশাপাশি এবার এই রাজ্য রেশনে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করল। চাল ও গমের পাশাপাশি এবার এই রাজ্য রেশনে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করল। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে অন্ত্যোদয় কার্ড হোল্ডারদের আগামী তিন মাস রেশন থেকে দেওয়া হবে বিনামূল্যে চিনি।
advertisement
1/5

ভারতীয় রেশন ব্যবস্থা এই দেশের অন্যতম স্তম্ভ। খাদ্য বন্টনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই রেশন ব্যবস্থা। খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক-সহ সর্বস্তরের মানুষের জন্যেই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছে কেন্দ্র ও রাজ্য একযোগে। এই সুবিধায় খাদ্য সামগ্রী পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে, আবার কখনও সামান্য কিছু টাকার পরিবর্তে মেলে এই খাদ্যদ্রব্য।
advertisement
2/5
তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার মাঝেমধ্যেই কিছু বিশেষ স্কিম আনে যেগুলি বিশেষ কিছু মানুষদের জন্যই প্রযোজ্য হয়। এই স্কিমগুলির মাধ্যমে সরকার আরো সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেয় গরিব মানুষের কাছে। চাল ও গমের পাশাপাশি এবার এই রাজ্য রেশনে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করল।
advertisement
3/5
যদিও এই সুবিধা সবার জন্য নয়। উত্তর প্রদেশ সরকার জানিয়েছে অন্ত্যোদয় কার্ড হোল্ডারদের আগামী তিন মাস রেশন থেকে দেওয়া হবে বিনামূল্যে চিনি।
advertisement
4/5
লখনউয়ের ডিএসও বিজয় প্রতাপ সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের সরকার আগামী তিন মাস সম্পূর্ণ বিনামূল্যে অন্ত্যোদয় রেশন কার্ডধারীদের বিনামূল্যে চিনি সরবরাহ করবে।
advertisement
5/5
অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা ১৮ টাকা কেজি দরে চিনি পাবেন জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে। বিনামূল্যে ১৪ কেজি গম এবং ২১ কেজি চাল বর্তমানে সরকারের থেকে পেয়ে থাকেন অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা। কেন্দ্রীয় সরকার এর আগে গত বছর ২৩ ডিসেম্বর সিদ্ধান্ত নেয় ৮১ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ration: বাম্পার সুযোগ! 'এই' রেশন কার্ড থাকলে চাল,গম ছাড়াও ৩ মাস পাবেন আরও 'একটি' জিনিস