TRENDING:

Narendra Modi-র ‘One nation one card’ প্রকল্পে নয়া চমক, Ration Card সমস্যা চুটকিতে মিটবে

Last Updated:
ওয়ান নেশন ওয়ান কার্ডে (One nation one card) মানুষের কাজ সহজ করে দেওয়ার স্বপ্ন ছিল নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi) এবার নেওয়া হল আরও কাজের পদক্ষেপ রেশন কার্ড সংক্রান্ত সমস্যা (Ration card related problem) মেটাতে বড় পদক্ষেপ৷
advertisement
1/4
মোদির ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ প্রকল্পে আরও সুবিধা, চুটকিতে মিটবে সমস্যা
#নয়াদিল্লি: সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জীবনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস রেশন কার্ড (Ration card)৷ কিন্তু এই রেশন কার্ড নিয়ে নানা রকম সমস্যা (Ration card related problem) হয়৷ সারা দেশে ৩.৭ লক্ষ বেশি কমন সার্ভিস সেন্টার (CSCs) এখন সারা দেশে রেশন কার্ড (Ration card) সংক্রান্ত সমস্ত সমস্যা (Ration card related problem) দূর করবে৷ এই সেবায় রেশন কার্ডের জন্য আবেদনও করা যাবে৷ বিভিন্ন আপডেটেশন এবং আধার লিঙ্ক শামিল করার কাজও করতে হবে৷ এই পদক্ষেপে সারা দেশে ২৩.৬৪ কোটি রেশনকার্ডধারীদের সরাসরি ফায়দা দেবে৷ উপভোক্তা সংক্রান্ত মামলায় খাদ্য ও সার্বজনিক বিতরণ বিভাগে ইলেকট্রনিক্স বা আইটি মন্ত্রালয়ের জন্য কাজ করে৷ সিএসসসি ই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে৷ Photo- File
advertisement
2/4
মফঃস্বল ও গ্রামীণ ক্ষেত্রে রেশনের সাপ্লাইকে আরও সহজ করতে ও সার্বজনিক বিতরণ প্রণালী (PDS) মজবুত করার লক্ষ্যে এটি কাজ করছে৷ সারা দেশে ৩.৭ লক্ষ সিএসসি -র দ্বারা রেশন কার্ড সেবার জন্য খাদ্য ও সার্বজনিক বিতরণ বিভাগ ও সিএসসি -র সম্মতিতে (MoU) স্বাক্ষর হয়৷ এই অংশীদারির জন্য সারা দেশে ২৩.৬৪ কোটি রেশন কার্ডধারক কাছাকাছি সিএসসি -তে গিয়ে নিজের ডিটেলস সহজেই আপডেট করতে পারেন৷ সেখানে লোক কার্ডের ডুপ্লিকেট কপি হাসিল করতে পারেন৷ কার্ডকে আধারের সঙ্গে যুক্ত করা যেতে পারে৷ রেশন সংক্রান্ত তথ্যের জন্য অভিযোগ দায়ের করতে সুবিধা হবে৷ Photo- File
advertisement
3/4
বর্তমান রেশন কার্ডধারকদের নতুন রেশন কার্ডের জন্য কাছাকাছি সিএসসি গিয়ে আবেদন করতে পারেন৷ সিএসসি ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া কে প্রধান নির্দেশক দীনেশ ত্যাগী বলেছেন, খাদ্য ও সার্বজনিক বিতরণ বিভাগের সঙ্গে তাঁদের অংশিদারীর পরে সিএসসি সঞ্চালন করার জন্য নিজেদের গ্রাম স্তরে উদ্যমী এমন লোকেদের কাছে পৌঁছবেন৷ Photo- File
advertisement
4/4
যাঁদের কাছে রেশন কার্ড নেই, তাঁদের সার্বজনিক বিতরণ প্রণালী ও ফ্রি রেশন বিভিন্ন সরকারি যোজনায় লাভ পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে৷ বলার বিষয় ১ জুন ২০২০ তে দেশে রেশন কার্ড পোর্টেবিলিটি সেবা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড (One Nation One Ration Card) শুরু করেছে৷ বিভিন্ন রাজ্যের বাসিন্দারাই ফ্রি-তে রেশন পাচ্ছেন৷ সোজা কথায় পেট ভরার কিছু খাবারের জন্য আর চিন্তা করতে হচ্ছে না৷ Photo- File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Narendra Modi-র ‘One nation one card’ প্রকল্পে নয়া চমক, Ration Card সমস্যা চুটকিতে মিটবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল