TRENDING:

Indian Railways: চলন্ত ট্রেনের বন্ধ বাথরুমে রমরমিয়ে চলছিল 'এই কাণ্ড'! TTE দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, যা হল তারপর...

Last Updated:
Train News: গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা
advertisement
1/5
চলন্ত ট্রেনের বন্ধ বাথরুমে এ কী কাণ্ড! TTE দরজা খুলতেই চক্ষু চড়কগাছ,যা হল...
নর্থ সেন্ট্রাল রেলওয়ের ঝাঁসি ডিভিশন দিয়ে যাওয়া ট্রেনে যাত্রীদের টিকিট চেক করছিলেন TTE৷ তখনই তিনি লক্ষ্য করেন যে বন্ধ বাথরুম থেকে দুর্গন্ধ আসছে। বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেন তিনি৷ অনেকক্ষণ গেট না খোলায় টিটিই দরজায় ধাক্কা দেন। কয়েকবার ধাক্কা দেওয়ার পর খোলে দরজা৷ কিন্তু বাথরুমের ভিতরে একী হচ্ছে? ভিতরের দৃশ্য দেখে অত্যন্ত অবাক হন TTE। সঙ্গে সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তবে শুধু একটি কোচে নয়, এমন ঘটনা ঘটেছে অনেক কোচেই। ব্যাপারটা কি জানেন?
advertisement
2/5
একে গরম, তার উপর মারাত্মক ভিড়৷ এরই মধ্যে ট্রেনের কামড়ায় পরীক্ষা চালাচ্ছিলেন টিকিট চেকার৷ এই চেকিং-এর ফলে ট্রেনে অনিয়মিত যাত্রীর সংখ্যা কমছে এবং রেলের আয়ও বাড়ছে। গত এক মাসে ৫৩ হাজার যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যাত্রীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩.৫২ কোটি টাকা।
advertisement
3/5
এপ্রিল মাসে, আগ্রা সেকশনে, পোক্ত কারণ ছাড়াই অ্যালার্ম চেইন টানায় ২৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৪৮২০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। যেটিতে আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ৮৬ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ০৯ জন, মথুরা জংশনে ১১৮জন, কোসিকালান স্টেশনে ১২জন এবং ধোলপুর স্টেশনে ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং জরিমানা আদায় করা হয়েছিল। এক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটে৷ বাথরুমে স্মোকিং চলছিল, ফলে এক্ষেত্রেও মোটা টাকা জরিমানা করা হয়৷
advertisement
4/5
কী কী অভিযোগে যাত্রীদের জরিমানা করা হচ্ছে? প্রধান কারণ ধূমপান সঙ্গে অনিয়মিতভাবে ভ্রমণ, ময়লা ফেলার অভিযোগও উঠে এসেছে৷ রেলওয়ের জানিয়েছে, ট্রেনের অনেক যাত্রী সিট বা বার্থে ধূমপান করেন না বাথরুমে গিয়ে সিগারেট খান। চেকিং টিম বাথরুমের আশেপাশে সিগারেট বা বিড়ির ধোঁয়ার গন্ধ পেলে তারা দরজায় টোকা দেয়। এমন অবস্থায় সিগারেট বা বিড়ি নিভিয়েও দরজা খুললে ভিতরে ধোঁয়া দেখা যায়।
advertisement
5/5
এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় রেল। ৫৩ হাজার যাত্রীর মধ্যে ধূমপান ও গুটখা সেবন করে ট্রেনের কামড়া নোংরা করার অভিযোগ উঠেছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: চলন্ত ট্রেনের বন্ধ বাথরুমে রমরমিয়ে চলছিল 'এই কাণ্ড'! TTE দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, যা হল তারপর...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল