PPF-এ ১৫+৫+৫ ফর্মুলায় বিনিয়োগ করুন, ৮০ লাখ টাকা রিটার্ন পাবেন, প্রতি মাসে মিলবে ৪৮ হাজার টাকার পেনশন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
PPF Investment Scheme: এই স্কিমে সুদের হার বার্ষিক ৭.১ শতাংশ। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম।
advertisement
1/6

শেয়ার বাজারে ঝুঁকি সবচেয়ে বেশি। ফলে লোকসানের সম্ভাবনাও প্রবল। মিউচুয়াল ফান্ডে ঝুঁকি অপেক্ষাকৃত কম। কিন্তু বাজারের সঙ্গে যুক্ত, ফলে কত রিটার্ন মিলবে তার কোনও গ্যারান্টি নেই। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বললে, একমাত্র পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ-ই আদর্শ।
advertisement
2/6
পিপিএফ সরকারি স্কিম, ফলে ঝুঁকি নেই। মেয়াদ শেষে গ্যারান্টি যুক্ত রিটার্ন পান বিনিয়োগকারী। এই স্কিমে সুদের হার বার্ষিক ৭.১ শতাংশ। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম। কিন্তু অনেকেই জানেন না, ১৫+৫+৫ ফর্মুলা মেনে পিপিএফে বিনিয়োগ করলে ৮০ লাখ টাকার রিটার্ন পাওয়া যেতে পারে। যা থেকে প্রতি মাসে মিলতে পারে ৪৮ হাজার টাকার পেনশন। কীভাবে?
advertisement
3/6
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে ১৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। এরপর স্কিমের মেয়াদ ৫ বছর করে দু’বার বাড়ানো যায়। এই ১০ বছরে কোনও বিনিয়োগ না করলেও চলে। গ্রাহক জমা টাকার উপর সুদ পেতে থাকবেন।
advertisement
4/6
এক বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা জমা করা যায়। তাহলে ১৫ বছরে মোট জমা টাকার পরিমাণ দাঁড়ায় ২২,৫০,০০০ টাকা। সুদ এবং আসল মিলিয়ে রিটার্ন দাঁড়াবে ৪০,৬৮,২০৯ টাকা। ১৫+৫+৫ ফর্মুলায় এই টাকা ৫ বছর মেয়াদে আরও ২ বার বিনিয়োগ করতে হবে। তাহলে ২০ বছর পর মোট বিনিয়োগ থাকবে ৪০,৬৮,২০৯ টাকা। আর ৭.১ শতাংশ হারে সুদ মিলবে ১৬,৬৪,৩৭৭ টাকা। সুদ এবং আসল মিলিয়ে রিটার্ন দাঁড়াবে ৫৭,৩২,৫৮৬ টাকা।
advertisement
5/6
এবার ৫৭,৩২,৫৮৬ টাকাকে আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। পাঁচ বছরে ৭.১ শতাংশ হারে এর উপর সুদ মিলবে ২৩,৪৫,৩০৪ টাকা। তাহলে সুদ এবং আসল মিলিয়ে মোট ৮০,৭৭,৮৯০ টাকা হাতে পাবেন বিনিয়োগকারী। সোজা কথায়, কোনও অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই দশ বছরে জমা টাকা প্রায় দ্বিগুণ হয়ে গেল।
advertisement
6/6
এবার ধরে নেওয়া যাক, এই টাকা পিপিএফে রেখে শুধু বার্ষিক সুদের পরিমাণটুকু তুলে কেউ নিজের খরচ মেটানোর সিদ্ধান্ত নিলেন। তাহলে তিনি প্রতি মাসে কত টাকা পেতে পারেন। ৮০,৭৭,৮৯০ টাকায় বার্ষিক ৭.১ শতাংশ সুদের হারে প্রতি বছরে ৫,৭৩,৫৩০ টাকা হয়। তাহলে প্রতি মাসে বার্ষিক সুদ ÷ ১২ = ৪৭,৭৯৪ টাকা হাতে আসবে। অর্থাৎ এভাবে পিপিএফ স্কিমে বিনিয়োগ করলে অবসরের পর একজন ব্যক্তি পেনশন বাবদ প্রতি মাসে প্রায় ৪৮ হাজার টাকা পেতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF-এ ১৫+৫+৫ ফর্মুলায় বিনিয়োগ করুন, ৮০ লাখ টাকা রিটার্ন পাবেন, প্রতি মাসে মিলবে ৪৮ হাজার টাকার পেনশন