Post Office Scheme: পোস্ট অফিসের কোন স্কিমে মিলছে সবচেয়ে বেশি সুদ ? বিনিয়োগ করার আগে অবশ্যই জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Post Office Scheme: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, মান্থলি ইনকাম স্কিম হল এমন স্কিম যেখানে বিনিয়োগ করতে চাইলে পোস্ট অফিসেই যেতে হবে।
advertisement
1/7

নিরাপদ এবং গ্যারান্টিযুক্ত রিটার্নের কথা বললে পোস্ট অফিসের কথাই মাথায় আসে। একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কিমে বিনিয়োগ করা যায়। ভাল সুদও মেলে। বলে রাখা ভাল, প্রতি তিন মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার সংশোধন করে কেন্দ্রীয় সরকার।
advertisement
2/7
২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) সুদের হারে কোনও পরিবর্তন করেনি সরকার। অর্থাৎ প্রথম ত্রৈমাসিকের হারেই সুদ মিলবে। যাইহোক, জুলাই মাসে পোস্ট অফিসে বিনিয়োগ করতে চাইলে সবার আগে কোনও স্কিমে কত সুদ মিলছে দেখে নিতে হবে।
advertisement
3/7
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট- ৪ শতাংশ হারে সুদ-১ বছরের টাইমডিপজিটে – ৬.৯ শতাংশ হারে সুদ -২ বছরের টাইম ডিপোজিট – ৭.০ শতাংশ হারে সুদ -৩ বছরের টাইম ডিপোজিট – ৭.১ শতাংশ হারে সুদ -৫ বছরের টাইম ডিপোজিট – ৭.৫ শতাংশ হারে সুদ -৫ বছরের রেকারিং ডিপোজিট – ৬.৭ শতাংশ হারে সুদ -সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- ৮.২ শতাংশ হারে সুদ
advertisement
4/7
-মান্থলি ইনকাম স্কিম - ৭.৪ শতাংশ হারে সুদ-পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম- ৭.১ শতাংশ হারে সুদ -সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম – ৮.২ শতাংশ হারে সুদ -ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট – ৭.৭ শতাংশ হারে সুদ -কিষাণ বিকাশ পত্র- ৭.৫ শতাংশ হারে সুদ -মহিলা সম্মান সঞ্চয়পত্র- ৭.৫ শতাংশ হারে সুদ
advertisement
5/7
এর মধ্যে কিছু স্কিমে ব্যাঙ্কেও অ্যাকাউন্ট খোলা যায়। আবার কিছু স্কিম শুধুমাত্র পোস্ট অফিসেই মেলে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, মান্থলি ইনকাম স্কিম হল এমন স্কিম যেখানে বিনিয়োগ করতে চাইলে পোস্ট অফিসেই যেতে হবে।
advertisement
6/7
এনএসসি এবং এমএসএসসি অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো। যে কোনও ভারতীয় নাগরিক ৫ বছর মেয়াদে এনএসসি-তে বিনিয়োগ করতে পারেন। মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দিতে চালু হয়েছে এমএসএসসি স্কিম। এই স্কিমে ২ বছরের জন্য টাকা রাখতে হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এই প্রকল্পে বিনিয়োগ করেছেন।
advertisement
7/7
নিয়মিত আয় পাওয়া যায় মান্থলি ইনকাম স্কিমে। সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ ৫ বছর। এই স্কিমে ৭.৪ শতাংশ হারে সুদ মেলে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: পোস্ট অফিসের কোন স্কিমে মিলছে সবচেয়ে বেশি সুদ ? বিনিয়োগ করার আগে অবশ্যই জেনে নিন