Post Office change rules: বদলে যাচ্ছে পোস্ট অফিসের ATM সংক্রান্ত বড়সড় নিয়ম, ভুল করলেই দিতে হবে বাড়তি চার্জও
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Post Office change rules: এক সঙ্গে একগুচ্ছ নিয়মের পরিবর্তন হচ্ছে
advertisement
1/8

যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট (Post Office Savings Account) থেকে থাকে সেক্ষেত্রে এই বিষয়টি সব থেকে বেশি জানা জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
কেননা ১ অক্টোবর থেকে এটিএম কার্ডের (ATM card) উপরে বসছে চার্জ ৷ পোস্ট অফিসের এক নির্দেশিকায় জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
মাসে এটিএমের মাধ্যমে (ATM Transaction) লেনদেনের ক্ষেত্রে যে যে ক্ষেত্রে বাড়তি চার্জ লাগতে পারে সেই বিষয়ে একবার জেনে নেওয়া দরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
১ অক্টোবর অর্থাৎ আজ থেকে বার্ষিক এটিএম কার্ডের (Post Office ATM Card Yearly Charge) ১২৫ টাকা+GST দিতে হবে ৷ এই চার্জ ১ অক্টোবর ২০২১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত চালু থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
SMS অ্যালার্টের জন্য দিতে হবে বাড়তি চার্জ, পোস্ট অফিসের গ্রাহকদের SMS অ্যালার্টের জন্য দিতে হবে ১২ টাকা+জিএসটি চার্জ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
কোনও গ্রাহকের এটিএম কার্ড (TM Card) হারিয়ে গেলে এবার থেকে পরিবর্তিত কার্ডের জন্য দিতে হবে ৩০০ টাকা+GST ATM-এর পিন ভুলে গেলে নতুন পিন জেনারেট করতে গেলে ৫০টাকা+GST দিতে হবে গ্রাহকদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এবার থেকে পোস্ট অফিসের গ্রাহকদের (Post Office Customers) কম ব্যালান্স থাকার জন্য যদি এটিএম (ATM) বা ওপিএস ট্রান্জক্যাশান অমান্য করা হয় ৷ সেক্ষেত্রে গ্রাহকদের গুণতে হবে ২০ টাকা+GST ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
বিনামূল্যের লেনদেনের সংখ্যাও কমানো হয়েছে ৷ নতুন নিয়ম অনুযায়ী বেসিক সেভিংস অ্যাকাউন্টের (Basic Savings Account) ক্ষেত্রে মাসে ৫ বার লেনদেন করলে কোনও বাড়তি টাকা গুণতে হবেনা ৷ তারপর থেকেই প্রতিটি লেনদেনে ১০ টাকা ও সঙ্গে জিএসটি দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office change rules: বদলে যাচ্ছে পোস্ট অফিসের ATM সংক্রান্ত বড়সড় নিয়ম, ভুল করলেই দিতে হবে বাড়তি চার্জও