Post Office Superhit Scheme: পোস্ট অফিসের PPF-এ বছরে ৫০ হাজার টাকা রাখলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Post Office PPF Account: পোস্ট অফিসের PPF স্কিমে বছরে ₹৫০,০০০ করে ১৫ বছর বিনিয়োগ করলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?
advertisement
1/5

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF হল কেন্দ্রীয় সরকারের একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগ পরিকল্পনা ৷ যে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট ৷ এখানে অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি সুদ পাওয়া যায় ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি সম্পূর্ণভাবে করমুক্ত ৷
advertisement
2/5
বর্তমানে পিপিএফে ৭.১ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ নিয়ম অনুযায়ী এই স্কিমে বছরে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এখানে এককালীন বা কিস্তিতে টাকা জমা দেওয়ার সুবিধা রয়েছে ৷ পিপিএফে আপনাকে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে ৷
advertisement
3/5
যে কোনও ভারতীয় নাগরিক এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি কিছু অনুমোদিত ব্যাঙ্ক এবং ডাকঘরে এই অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় ৷ এর জেরে পিপিএফ অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷
advertisement
4/5
PPF স্কিম সাধারণ মধ্যবিত্ত ও সঞ্চয়-প্রবণ নাগরিকদের জন্য একটি দারুণ বিকল্প। কম ঝুঁকিতে দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর সাশ্রয়ের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি উপায়।
advertisement
5/5
আপনি যদি পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্টে বছরে ৫০ হাজার টাকা জমা করেন তাহেল ১৫ বছরে আপনার মোট বিনিয়োগ ৭,৫০,০০০ টাকা হবে ৷ প্রতি বছর ৫০ হাজার টাকা জমা করলে ম্যাচিউরিটিতে আপনি মোট ১৩,৫৬,০৭০ টাকা পেয়ে যাবেন ৷ এর ৬,০৬, ০৭০ টাকা আপনি কেবল সুদ হিসেবে পাবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Post Office Superhit Scheme: পোস্ট অফিসের PPF-এ বছরে ৫০ হাজার টাকা রাখলে ম্যাচিউরিটিতে কত পাবেন ?