TRENDING:

Money Making Schemes: পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন ৭০ টাকা করে জমা করে মিলবে ৬ লাখ টাকার বেশি, দেখে নিন কীভাবে

Last Updated:
Money Making Schemes: পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
1/6
পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন ৭০ টাকা করে জমা করে মিলবে ৬ লাখ টাকার বেশি, দেখে নিন
বর্তমান সময়ে প্রায় সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। সুবিশাল রিটার্নের প্রসঙ্গে সবার আগে আমাদের মাথায় শেয়ার বাজারে বিনিয়োগের কথাই আসে। কিন্তু তা বাজারের ওঠা-পড়ার সঙ্গে যুক্ত, অতএব, ঝুঁকিমুক্ত নয়। নিরাপদ থাকতে চাইলে তাই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিট দেশের কোটি কোটি মধ্যবিত্তের ভরসা।
advertisement
2/6
পোস্ট অফিসের বিভিন্ন স্কিম রয়েছে, যেখান থেকে সুরক্ষিত ভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। টার্ম ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের কথা তো সবাই জানেন! তবে, এগুলো ছাড়াও পোস্ট অফিসের আরও একটি নিরাপদ স্কিম রয়েছে যা কর্মজীবন থেকে অবসর গ্রহণের পরে বার্ধক্যে ভাল ভাবে থাকার সহায়ক হতে পারে। পোস্ট অফিসের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেখানে মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
3/6
পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন ৭০ টাকা করে জমা করে ৬ লাখ টাকার বেশি পাওয়া যেতে পারে। পোস্ট অফিসের PPF স্কিম কম সময়ে ধনী করে তুলতে পারে। পোস্ট অফিসের PPF স্কিম ম্যাচিওর হয় ১৫ বছরে। যা ৫-৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। পোস্ট অফিসের PPF স্কিমের সুদের হার এখন প্রতি বছরে ৭.১%। যা সরকার দ্বারা পরিবর্তন করা হয়ে থাকে।
advertisement
4/6
যদি কেউ পোস্ট অফিসের PPF স্কিমে ৩.৭৫ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ৬.৭৮ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। এর জন্য শুধু প্রতিদিন ৭০ টাকা করে সঞ্চয় করে এই স্কিমের মাধ্যমে লাখপতি হওয়া যেতে পারে। প্রতিদিন ৭০ টাকা করে সঞ্চয় করলে, প্রতি বছরে প্রায় ২৫,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব।
advertisement
5/6
যদি কেউ এই বিনিয়োগ ১৫ বছর ধরে পোস্ট অফিসের PPF স্কিমে করে যেতে পারে, তাহলে লাখপতি হওয়া সম্ভব। এই হিসেবে পোস্ট অফিসের PPF স্কিমে মোট বিনিয়োগ হবে ৩.৭৫ লাখ টাকা।প্রতি বছরে ৭.১% সুদের হারে ১৫ বছর পরে ম্যাচিউরিটির সময় মোট ৬.৭৮ লাখ টাকা পাওয়া যেতে পারে। অর্থাৎ পোস্ট অফিসের PPF স্কিমে মোট বিনিয়োগের পরিমাণ ৩,৭৫,০০০ টাকা।
advertisement
6/6
পোস্ট অফিসের PPF স্কিমে সুদ হিসাবে পাওয়া যাবে মোট ৩,০৩, ০৩৫ টাকা। সুদ ও আসল মিলিয়ে পোস্ট অফিসের PPF স্কিমে মোট ৬,৭৮,০৩৫ টাকা পাওয়া যেতে পারে।পোস্ট অফিসের PPF স্কিম একটি সরকারি গ্যারান্টি যুক্ত স্কিম। তাই এই স্কিমে বিনিয়োগ ১০০% সুরক্ষিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Schemes: পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন ৭০ টাকা করে জমা করে মিলবে ৬ লাখ টাকার বেশি, দেখে নিন কীভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল