TRENDING:

PM KISAN: ১৮ জুলাই কি মিলবে PM KISAN যোজনার টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট

Last Updated:
PM Kisan Samman Nidhi Yojana: যোজনার ১৯তম কিস্তি, প্রধানমন্ত্রী মোদি বিহারের ভাগলপুর থেকে জারি করেছিলেন ৷ ৯.৮ কোটিরও বেশি কৃষকের কাছে টাকা পাঠিয়েছিলেন।
advertisement
1/5
১৮ জুলাই কি মিলবে PM KISAN যোজনার টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট
কৃষকদের জন্য বড় সুখবর ৷ শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ? দেশের ৯.৮৮ কোটির বেশি কৃষকরা পেতে চলেছেন পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা ৷ ২০১৯ সালে চালু হওয়া এই স্কিমের এখন পর্যন্ত ১৯টি কিস্তি দেওয়া হয়েছে ৷ ১৯টি কিস্তিতে মোট ৩.৬৮ লাখ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ বর্তমানে ২০ তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন কৃষকরা ৷
advertisement
2/5
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ জুলাই বিহার সফরে যাবেন। সেখান থেকে, বিশেষ করে মোতিহারী থেকে, তিনি এই যোজনার ২০তম কিস্তি জারি করতে পারেন। যদিও এই বিষয়ে সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি । গত বছরের মতো এবারও এপ্রিল-জুলাইয়ের কিস্তিতে কিছুটা দেরি হচ্ছে, তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
PM কিষান যোজনা কী?PM কিসান যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি বছর যোগ্য কৃষকদের ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা তিনটি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সাধারণত, প্রতি অর্থবর্ষে প্রথম কিস্তি ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে জারি করা হয় ৷ এইভাবে প্রতি চার মাস অন্তর টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরকার ট্রান্সফার করা হয় ।
advertisement
4/5
যোজনার ১৯তম কিস্তি, প্রধানমন্ত্রী মোদি বিহারের ভাগলপুর থেকে জারি করেছিলেন ৷ ৯.৮ কোটিরও বেশি কৃষকের কাছে টাকা পাঠিয়েছিলেন। আশা করা হচ্ছে, ২০তম কিস্তির অর্থও বিহারের মোতিহারী থেকে পাঠানো হবে। বর্তমানে প্রধানমন্ত্রী মোদি ২ থেকে ৯ জুলাইয়ের মধ্যে পাঁচটি দেশের সফরে রয়েছেন। এমন সম্ভাবনা রয়েছে যে, তাঁর দেশে ফেরার পরেই প্রধানমন্ত্রী কিষান যোজনার ২০তম কিস্তি জারি করা হবে।
advertisement
5/5
কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসবে নাযেসব কৃষক এখনও পর্যন্ত e-KYC সম্পন্ন করেননি, তাঁদের প্রধানমন্ত্রী কিষান যোজনার ২০তম কিস্তির (PM Kisan 20th Installment) উপর প্রভাব পড়তে পারে। যাঁরা এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ করেননি, তাঁদের দ্রুত নিকটবর্তী CSE কেন্দ্র গিয়ে বা নিজের মোবাইল থেকেই e-KYC করে নিতে হবে ৷ না হলে আটকে যেতে পারে যোজনার টাকা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM KISAN: ১৮ জুলাই কি মিলবে PM KISAN যোজনার টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল