PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর ! কবে মিলবে ২০তম কিস্তির টাকা ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কি মিলবে চলতি মাসে ? জেনে নিন
advertisement
1/8

দেশের কোটি কোটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আগামী কিস্তি অর্থাৎ ২০ তম কিস্তির টাকার অপেক্ষা করছেন কৃষকরা ৷ পিএম কিষান যোজনা কেন্দ্র সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি স্কিম ৷ এই যোজনায় দেশের কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে প্রতি চার মাস অন্তর ডিরেক্ট ট্রান্সফার করা হয় ৷
advertisement
2/8
যোজনার ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে ট্রান্সফার করা হয়েছিল ৷ স্বাভাবিক ভাবেই অনেকেই মনে করছেন চলতি মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে ২০ তম কিস্তির টাকার ট্রান্সফার করা হতে পারে ৷ তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি ৷
advertisement
3/8
আপনি এই যোজনার সুবিধাভোগী হলে অবশ্যই চেক করে নিন এই ৪টি গুরুত্বপূর্ণ বিষয় ৷ না হলে আটকে যেতে পারে আপনার টাকা ৷
advertisement
4/8
১. আধার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করুনআপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আধার লিঙ্ক না থাকলে যোজনার টাকা আটকে যেতে পারে ৷ দেরি না করে ব্যাঙ্কে গিয়ে আধার আপডেট করুন ৷
advertisement
5/8
২. ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন -PM-Kisan প্রকল্পের টাকা পেতে e-KYC করা বাধ্যতামূলক। আপনি যদি এখনও e-KYC না করে থাকেন, তাহলে দ্রুত এটি সম্পূর্ণ করুন। আপনি PM-Kisan পোর্টালের মাধ্যমে অনলাইনে বা নিকটবর্তী CSC (Common Service Centre)-তে গিয়ে এই প্রক্রিয়া শেষ করতে পারেন। e-KYC না থাকলে কিস্তির টাকা আটকাতে পারে।
advertisement
6/8
৩. ভূমি রেকর্ড যাচাই:আপনার নামে জমির রেকর্ড (land records) সরকারি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা আছে কি না তা চেক করুন। ভুল বা অসম্পূর্ণ জমির তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে।
advertisement
7/8
৪. নাম ও অন্যান্য ডকুমেন্ট মিলেছে কি না:Aadhaar কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশনে দেওয়া নামের মধ্যে মিল না থাকলে টাকা আটকে যেতে পারে। তাই সব নথিতে সঠিক নাম ও তথ্য আপডেট আছে কি না, তা যাচাই করুন।
advertisement
8/8
জেনে কারা পিএম কিষান যোজনার সুবিধা পাবেন ?১. ভারতের নাগরিক হতে হবে২. আপনার নামে চাষ যোগ্য জমি থাকতে হবে৩. মাসে ১০ হাজার টাকার বেশি পেনশনভোগীরা এই সুবিধা পাবেন না৪. আয়কর রিটার্ন দিলে আপনি এই সুবিধা পাবেন না
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কোটি কোটি কৃষকদের জন্য বড় খবর ! কবে মিলবে ২০তম কিস্তির টাকা ? জেনে নিন