TRENDING:

ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন

Last Updated:
EMI Calculation: এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে।
advertisement
1/6
ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে?
আচমকা নগদ টাকার প্রয়োজন পড়লে পার্সোনাল লোনই একমাত্র ভরসা। আর এই টাকা যে কোনও প্রয়োজনে খরচ করাও যায়। সেটা বিয়ে হোক বা বিদেশে বেড়ানো, গ্যাজেট কেনা কিংবা বাড়ি মেরামতি। হোম লোন বা কার লোনের মতো নির্দিষ্ট বিষয়েই খরচ করার কোনও বাধ্যবাধকতা এখানে নেই।
advertisement
2/6
পার্সোনাল লোনে বর্তমান সুদের হারপার্সোনাল লোনে বর্তমানে সুদের হার ৮.৫৫ শতাংশ থেকে আনুমানিক ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। সুদের হার নির্ধারিত হয় ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর, আয় এবং অন্যান্য দায়ের উপর ভিত্তি করে। পার্সোনাল লোন মানে ‘আনসিকিওর্ড লোন’, তাই সুদের হারও বেশি।
advertisement
3/6
পার্সোনাল লোন পরিশোধের পদ্ধতিঋণগ্রহীতা পুরো মেয়াদ জুড়ে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করতে পারেন। ঋণের বোঝা কমাতে চাইলে প্রিক্লোজ করার সুবিধাও রয়েছে। তবে ঋণ মিটিয়ে দিলেই পার্সোনাল লোন বন্ধ হয় না। এর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা মানতে হবে। এই সব বিষয় মাথায় না রেখে এগোলে ঝুঁকি বাড়ে, তাই আগে ঋণগ্রহীতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেওয়া উচিত হবে।এক নজরে দেখে নেওয়া যাক ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে কত টাকা EMI দিতে হবে।
advertisement
4/6
ICICI ব্যাঙ্ক পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রতি বছরে ১০.৮৫% সুদ অফার করছে। এই সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে প্রতি মাসে ২৬,০০১ টাকা EMI হিসাবে দিতে হবে।এবার দেখে নেওয়া যাক এই সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ কত টাকা দিতে হবে।
advertisement
5/6
প্রতি বছরে ১০.৮৫% সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ বাবদ মোট ৩,৬০,০৭৪ টাকা দিতে হবে। প্রতি বছরে ১০.৮৫% সুদের হার অনুযায়ী ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার পার্সোনাল লোন নিলে সুদ এবং আসল মিলিয়ে ব্যাঙ্ককে মোট ১৫,৬০,০৭৪ টাকা পরিশোধ করতে হবে।
advertisement
6/6
এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, প্রতি বছরে ১০.৮৫% সুদের হারে পার্সোনাল লোন পেতে গেলে সিবিল স্কোর ভাল হতে হবে। অর্থাৎ সিবিল স্কোর ভাল না হলে পার্সোনাল লোনের সুদের হার আরও বাড়তে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ICICI ব্যাঙ্ক থেকে ৫ বছরের জন্য ১২ লাখ টাকার Personal Loan নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল