TRENDING:

লোন নিয়ে গাড়ি কিনবেন! প্রতি মাসে কত EMI দিতে হবে, দেখে নিন এক নজরে

Last Updated:
SBI থেকে গাড়ির জন্য ঋণ নিলে কেমন হতে পারে সুদ, কত টাকা খরচ হতে পারে EMI-এর পিছনে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
1/7
লোন নিয়ে গাড়ি কিনবেন! প্রতি মাসে কত EMI দিতে হবে, দেখে নিন এক নজরে
রাস্তায় ক্রমশ বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। হিসেব বলছে, ছোট গাড়ি ছেড়ে ভারতীয় নাগরিকেরা এখন ঝুঁকছেন বড় পারিবারিক গাড়ির দিকে। আসলে এসবই সম্ভব হচ্ছে উচ্চ-সুবিধাযুক্ত ঋণ ব্যবস্থার কারণে। সুলভে গাড়ির ঋণ দিয়ে থাকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আরও অনেক ব্যাঙ্কই এই সুবিধা দেয়। তাই তরুণ প্রজন্ম চাকরি পাওয়ার কয়েক বছরের মধ্যেই নিজস্ব গাড়ির কথা ভাবতে পারে আজকাল।
advertisement
2/7
SBI থেকে গাড়ির জন্য ঋণ নিলে কেমন হতে পারে সুদ, কত টাকা খরচ হতে পারে EMI-এর পিছনে। দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
3/7
বর্তমান সুদের হার—এই সময় SBI-তে গাড়ি ঋণের সুদের হার ৮.৬৫ থেকে ১৪.৭৫ শতাংশের মধ্যে থাকছে। গত ১৯ এপ্রিল ২০২৩ তারিখ থেকে SBI-এর দেওয়া সর্বনিম্ন গাড়ি ঋণে সুদের হার হল ৮.৬০ শতাংশ৷ ৬ বছর ঋণের মেয়াদে প্রতি এক লক্ষ টাকায় ১,৮২২ টাকার EMI দেওয়া যেতে পারে৷ এটাই সর্বোত্তম অঙ্ক।
advertisement
4/7
পাঁচ বছর ঋণের মেয়াদের জন্য, প্রতি এক লক্ষ টাকায় ২,০৯৫ টাকার সর্বোত্তম EMI হতে পারে।গাড়ির ঋণের ক্ষেত্রে EMI নির্ধারিত হয় সুদের হার, ঋণের মেয়াদ এবং ঋণের পরিমাণের উপর নির্ভর করে।
advertisement
5/7
কত টাকায় কেমন EMI হতে পারে, দেখে নেওয়া যাক—৫ লক্ষ টাকা ঋণ এক বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ৪৩,৬৩৩ টাকা। ৫ লক্ষ টাকা পাঁচ বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ১০,২৮২ টাকা।
advertisement
6/7
একই ভাবে ১০ লক্ষ টাকা এক বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ৮৭,২৬৬ টাকা।১০ লক্ষ টাকা পাঁচ বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ২০,৫৬৫ টাকা।
advertisement
7/7
১৫ লক্ষ টাকা এক বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ১,৩০,৮৯৯ টাকা।১৫ লক্ষ টাকা পাঁচ বছরের মেয়াদে নিলে এবং প্রসেসিং ফি ০ শতাংশ ও সুদের হার ৮.৬০ শতাংশ হলে EMI হবে ৩০,৮৪৭ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
লোন নিয়ে গাড়ি কিনবেন! প্রতি মাসে কত EMI দিতে হবে, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল