Planning To Buy 24K Gold: কেনার আগে সোনা কতটা খাঁটি বুঝবেন কী করে ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Planning To Buy 24K Gold: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে গোল্ড কয়েন অথবা গোল্ড বার কেনার সময় খেয়াল করলে দেখা যাবে, তার উপর ৯৯৯ অথবা ৯৯৫ স্ট্যাম্প রয়েছে। এই সংখ্যাগুলি মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়।
advertisement
1/6

ভারতে সোনা কেনার শুভ দিনগুলির মধ্যে অন্যতম হল অক্ষয় তৃতীয়া। মনে করা হয়, এই দিনে সোনা কিনলে তা সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে সোনা কতটা খাঁটি, সেটা বোঝা জরুরি। বিশেষ করে ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে তো বটেই!আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে গোল্ড কয়েন অথবা গোল্ড বার কেনার সময় খেয়াল করলে দেখা যাবে, তার উপর ৯৯৯ অথবা ৯৯৫ স্ট্যাম্প রয়েছে। এই সংখ্যাগুলি মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়। কিন্তু এর থেকে কেবল প্রতি হাজারে অংশে সোনার বিশুদ্ধতার স্তরকে বোঝায়। আর যাঁরা সবথেকে বিশুদ্ধ সোনায় বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য ভাল বিকল্প হতে পারে ২৪ ক্যারাট সোনা।
advertisement
2/6
২৪ ক্যারাট সোনা কী?সোনার বিশুদ্ধতা ক্যারাটের মাধ্যমে মাপা হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ২৪ ক্যারাট সোনা হল সবথেকে খাঁটি। কারণ এর সঙ্গে অন্য কোনও ধাতুকে মেশানো হয় না। এর অর্থ হল, ১.০ এর সূক্ষ্মতা, অথবা প্রতি হাজারে ১,০০০ অংশ। যদিও পরিশোধনের সময় স্বাভাবিক ভাবেই সামান্য খাদের কারণে সোনা সাধারণত ৯৯৯ (৯৯.৯%) বা ৯৯৫ (৯৯.৫%)-এর মতো সূক্ষ্মতা স্তরে পাওয়া যায় - উভয়কেই ২৪-ক্যারাট হিসাবে বিবেচনা করা হয়, তবে বিশুদ্ধতার ক্ষেত্রে সামান্য পার্থক্য রয়েছে।
advertisement
3/6
৯৯৯ বনাম ৯৯৫ ফাইননেস: কোনটা কেনা উচিত?সোনা যত বিশুদ্ধ হবে, তার দামও তত বেশি হবে। স্বাভাবিক ভাবেই ৯৯৯ ফাইননেস সোনা (৯৯.৯% খাঁটি) ৯৯৫ ফাইননেস সোনার (৯৯.৫% খাঁটি) চেয়ে কিছুটা বেশি দামি। MMTC-PAMP-এর এমডি এবং সিইও বিকাশ সিং বলেন যে, এই বিশুদ্ধতার মাত্রাগুলি হল আন্তর্জাতিক মান যা সোনার শ্রেণীবিন্যাসের জন্য ব্যবহৃত হয়। তবে এতে উপস্থিত খাদের উপস্থিতির মাত্রাতেই রয়েছে ফারাক। যদিও সেটা খুবই কম, কিন্তু তা মূল্য এবং ব্যবহারের উপর প্রভাব ফেলে।
advertisement
4/6
৯৯৯ মার্কিং রয়েছে, এমন ইনভেস্টমেন্ট-গ্রেড গোল্ড, কয়েন এবং বার অক্ষয় তৃতীয়ায় কেনার জন্য মুখিয়ে রয়েছেন গ্রাহকরা। এমনকী ৯৯৯.৯ মার্কিংও আদর্শ বলে বিবেচিত হয়। ৯৯৫ ফাইননেস সাধারণত মুদ্রা এবং কিছু অলঙ্কারে পাওয়া যায়। সিংয়ের মতে, সূক্ষ্ম গহনার ক্ষেত্রে ৯৯৯ ফাইননেস গোল্ড অত্যন্ত নরম। সেই কারণে ২২ ক্যারাটের সোনা দিয়েই গয়না বানানো হয়।
advertisement
5/6
২৪ ক্যারাট গয়না:২৪ ক্যারাটের সোনার গয়না আছে। কিন্তু তা বিরল। নরম সোনা দিয়ে গয়না বানাতে স্পেশালাইজড সরঞ্জামের প্রয়োজন হয়। যদিও উৎসবের মরশুমে পেন্ডেন্ট, কয়েন এবং ছোটখাটো ধর্মীয় আইটেম পাওয়া যায়।
advertisement
6/6
হলমার্কের নিয়ম:২০২১ সালের জুন মাস থেকে সোনার সামগ্রীতে হলমার্ক বাধ্যতামূলক করেছে সরকার। ৬টি বিশুদ্ধতার মাত্র বেঁধে দেওয়া হয়েছে: 14KT, 18KT, 20KT, 22KT, 23KT, and 24KT। যদিও কয়েন এবং বারের ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক নয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Planning To Buy 24K Gold: কেনার আগে সোনা কতটা খাঁটি বুঝবেন কী করে ? জেনে নিন