TRENDING:

SBI এর বিশেষ পরিষেবা, ATM থেকে যত বার ইচ্ছে টাকা তুলতে পারবেন, দিতে হবে না চার্জ !

Last Updated:
SBI YONO অ্যাপ থেকে টাকা লেনদেন করার জন্য প্রথমে ডাউনলোড করতে হবে YONO অ্যাপ ৷
advertisement
1/4
ATM থেকে যত বার ইচ্ছে টাকা তুলতে পারবেন, দিতে হবে না চার্জ !
সাধারণত এখন প্রত্যেকেই টাকা তোলার জন্য এটিএম ব্যবহার করে থাকেন ৷ কিন্তু সমস্ত ব্যাঙ্ক এটিএম থেকে কত বার টাকা তুলতে পারবেন সেটির একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিয়েছে ৷ এর থেকে বেশি বার টাকা তুললে দিতে হবে চার্জ ৷ তবে গ্রাহকদের সুবিধার্থে এবার স্টেট ব্যাঙ্ক নিয়ে এসেছে নতুন পদক্ষেপ ৷ পাশাপাশি এবার থেকে বিনা এটিএম কার্ডে টাকা তোলার সুযোগও দিচ্ছে এসবিআই ৷ এর জন্য তারা নিয়ে এসেছে YONO পরিষেবা ৷ এই পরিষেবার মাধ্যমে এটিএম লেনদেন করলে দিতে হবে না কোনও চার্জ ৷
advertisement
2/4
SBI YONO অ্যাপ থেকে টাকা লেনদেন করার জন্য প্রথমে YONO অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এরপর নেটব্যাঙ্কিং ব্যবহারকারীরা আইডি ও পাসওয়ার্ড দিতে হবে ৷ অ্যাক্টিভ ব্যবহারকারীরা আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করতে পারবেন ৷
advertisement
3/4
এরপর YONO ড্যাশবোর্ডে অ্যাকাউন্টের সমস্ত তথ্য দিতে হবে ৷ ওয়েবসাইটের নীচে দেওয়া মাই ডিভাইস সেকশনে স্ক্রোল করতে হবে ৷ YONO Pay, YONO Cash, Bill Pay, Products, Shop, Book & Order এর মতো ৬টি অপশন থাকবে ৷ এর মধ্যে YONO Cash ট্যাবে ক্লিক করতে হবে ৷
advertisement
4/4
এখানে প্রতিদিনের লেনদেনের লিমিট দেওয়া থাকবে ৷ একটি লেনদেনে ৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷ YONO অ্যাপের মাধ্যমে এটিএম থেকে অধিকতম ২০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI এর বিশেষ পরিষেবা, ATM থেকে যত বার ইচ্ছে টাকা তুলতে পারবেন, দিতে হবে না চার্জ !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল