TRENDING:

এখনও ট্যাক্স রিফান্ড পাননি? রইল স্টেটাস দেখার গাইড, এই ভুলগুলো করেছেন কি না দেখে নিন!

Last Updated:
জেনে নেওয়া যাক স্টেটাস দেখার প্রক্রিয়া।
advertisement
1/10
এখনও ট্যাক্স রিফান্ড পাননি? রইল স্টেটাস দেখার গাইড, এই ভুলগুলো করছেন কি
বকেয়ার চেয়ে প্রদত্ত করের পরিমাণ বেশি হলে, সেই টাকা ফেরত দেয় আয়কর দফতর। এটাকেই ‘ট্যাক্স রিফান্ড’ বলে। আইটিআর যাচাইয়ের সময় সমস্ত রকম ছাড় এবং ডিডাকশন বাদ দেওয়ার পর কর গণনা করা হয়।
advertisement
2/10
করদাতার আয়কর রিটার্ন ই-ভেরিফাই করার পর রিফান্ড প্রক্রিয়া শুরু করে আয়কর বিভাগ। রিফান্ড ফেরত পেতে সাধারণ ৪ থেকে ৫ সপ্তাহ সময় লাগে। এটা সরাসরি করদাতার অ্যাকাউন্টে জমা করা হয়।
advertisement
3/10
এই সময়ের মধ্যে রিফান্ড না পেলে আইটিআর-এ কোনও অসঙ্গতি আছে কি না দেখা উচিত। আয়কর বিভাগ রিফান্ড সংক্রান্ত কোনও মেল করেছে কি না তাও দেখতে হবে। ই-ফাইলিংয়ে রিফান্ড স্টেটাসও দেখা যায়।
advertisement
4/10
ই-ফাইলিংয়ে রিফান্ড স্টেটাস দেখার জন্য হাতের কাছে করদাতার আইডি ও পাসওয়ার্ড, আধারের সঙ্গে লিঙ্ক করা প্যান নম্বর এবং রিফান্ডের দাবিতে করা আইটিআর রাখতে হবে। এবার জেনে নেওয়া যাক স্টেটাস দেখার প্রক্রিয়া।
advertisement
5/10
প্রথম ধাপ: প্রথমে ই-ফাইলিং পোর্টালের হোম পেজে হবে।
advertisement
6/10
দ্বিতীয় ধাপ: এবার দিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। প্যান আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকলে একটা পপ আপ মেসেজ ভেসে উঠবে, ‘আধারের সঙ্গে লিঙ্ক না করার জন্য আপনার প্যান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আধারের সঙ্গে প্যান লিঙ্ক করাতে ‘লিঙ্ক নাউ’ বাটনে ক্লিক করুন’। লিঙ্ক করা থাকলে কোনও পপ আপ মেসেজ আসবে না। ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
7/10
তৃতীয় ধাপ: ই-ফাইল ট্যাবে যেতে হবে। সেখানে ‘ইনকাম ট্যাক্স রিটার্ন’ অপশনে গিয়ে ‘ভিউ ফাইলড রিটার্ন’ অপশন বেছে নিতে হবে।
advertisement
8/10
চতুর্থ ধাপ: করদাতা এখানে পছন্দসই মূল্যায়ন বছরের রিফান্ড স্টেটাস দেখতে পাবেন।
advertisement
9/10
রিফান্ড না মেলার কারণ: মাথায় রাখতে হবে, প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক না করালে রিফান্ড মিলবে না। এছাড়া রিফান্ড না পাওয়ার আরও কিছু কারণ রয়েছে। যেমন –
advertisement
10/10
১। বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রি-ভ্যালিডেট করা বাধ্যতামূলক। এটা না করলে রিফান্ড মিলবে না। ২। ব্যাঙ্ক অ্যাকাউন্টে উল্লিখিত নাম যদি প্যান কার্ডের সঙ্গে না মেলে। ৩। ভুল আইএফএসসি কোড। ৪। আইটিআর-এ যে অ্যাকাউন্টের উল্লেখ করা হয়েছে, সেটা যদি বন্ধ থাকে তাহলেও রিফান্ড ঢুকবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এখনও ট্যাক্স রিফান্ড পাননি? রইল স্টেটাস দেখার গাইড, এই ভুলগুলো করেছেন কি না দেখে নিন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল