TRENDING:

Vande Bharat Sleeper Trains: বন্দে ভারত স্লিপার ট্রেনে টিকিট বাতিল মানেই বড় লোকসান! জানুন নতুন কড়া নিয়ম

Last Updated:
Vande Bharat Sleeper Trains: বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর আগে যাত্রীদের জন্য জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে রিফান্ড সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে ভারতীয় রেলওয়ে। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের পরে টিকিট ক্যানসেল করলে যাত্রীদের আর কোনও অর্থ ফেরত মিলবে না, ফলে যাত্রার পরিকল্পনার আগে এই নিয়মগুলি জানা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
advertisement
1/6
বন্দে ভারত স্লিপার ট্রেনে টিকিট বাতিল মানেই বড় লোকসান! জানুন নতুন কড়া নিয়ম
বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার আগে যাত্রীদের জন্য বড় সতর্কবার্তা। টিকিট ক্যানসেল করলে আর আগের মতো টাকা ফেরত পাওয়া যাবে না। নতুন নিয়মে কনফার্ম টিকিট ক্যানসেল করা কার্যত বেশ ব্যয়বহুল হতে চলেছে।
advertisement
2/6
বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রার পরিকল্পনা থাকলে টিকিট বাতিল সংক্রান্ত এই নতুন নিয়মগুলি জেনে নেওয়া জরুরি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কনফার্ম বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিট কাটার পর যে কোনও সময় তা বাতিল করলে অন্তত ২৫ শতাংশ ভাড়া কেটে নেওয়া হবে। অর্থাৎ টিকিট কেনার পর থেকেই এই নিয়ম কার্যকর হবে।
advertisement
3/6
ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। আর ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার কম সময় আগে টিকিট বাতিল করলে এক টাকাও ফেরত পাওয়া যাবে না। কারণ, নতুন নিয়ম অনুযায়ী বন্দে ভারত স্লিপার ট্রেনের রিজার্ভেশন চার্ট এখন যাত্রার ৮ ঘণ্টা আগেই তৈরি করা হবে। আগে যেখানে চার্ট তৈরি হত যাত্রার ৪ ঘণ্টা আগে।
advertisement
4/6
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের নিয়ম অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই কড়া। এমনকী বর্তমানে চলা বন্দে ভারত চেয়ার কার ট্রেনের নিয়মের সঙ্গেও এর স্পষ্ট পার্থক্য রয়েছে। এই ট্রেনগুলিতে শুধুমাত্র কনফার্ম টিকিটই ইস্যু করা হবে। ফলে এখানে ওয়েটিং লিস্ট বা RAC ব্যবস্থা থাকছে না। সেই কারণেই বাতিলের সময়সীমা কমানো হয়েছে এবং রিফান্ডের অঙ্কেও পরিবর্তন আনা হয়েছে।
advertisement
5/6
অন্য ট্রেনের ক্ষেত্রে নিয়ম তুলনামূলকভাবে আলাদা। যাত্রার ৪৮ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ফার্স্ট এসিতে ২৪০ টাকা, সেকেন্ড এসিতে ২০০ টাকা, থার্ড এসিতে ১৮০ টাকা, স্লিপার ক্লাসে ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসে ৬০ টাকা কেটে নেওয়া হয়। ৪৮ থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫ শতাংশ এবং ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া কাটা হয়। ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার মধ্যে কনফার্ম টিকিট বাতিল না করলে বা অনলাইনে TDR ফাইল না করলে কোনও রিফান্ড পাওয়া যায় না।
advertisement
6/6
বন্দে ভারত স্লিপার ট্রেনের ভাড়া নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Indian Railways। এই ট্রেনগুলিতে ন্যূনতম ৪০০ কিলোমিটারের ভাড়া নেওয়া হবে। পাশাপাশি সংরক্ষণ সুবিধা থাকবে শুধু মহিলা, প্রতিবন্ধী, প্রবীণ নাগরিক এবং ডিউটি পাসধারীদের জন্য। এর বাইরে সাধারণ যাত্রীদের জন্য কোনও অতিরিক্ত সংরক্ষণ সুবিধা থাকছে না। নতুন এই নিয়ম একদিকে যেমন দ্রুতগতির যাত্রার সুযোগ দিচ্ছে, তেমনই টিকিট বাতিলের ক্ষেত্রে যাত্রীদের জন্য তৈরি করছে নতুন চ্যালেঞ্জ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vande Bharat Sleeper Trains: বন্দে ভারত স্লিপার ট্রেনে টিকিট বাতিল মানেই বড় লোকসান! জানুন নতুন কড়া নিয়ম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল