TRENDING:

New Business Ideas: অনলাইনে এই ব্যবসা শুরু করে সহজেই মোটা টাকা আয় করতে পারবেন !

Last Updated:
New Business Ideas: এমনই কিছু ইউনিক বিজনেস আইডিয়া রইলো আপনাদের জন্য যা খুব সহজেই আপনাদের লাভটায়ক ব্যবসায়ী হিসেবে দাঁড় করাতে সক্ষম হবে।
advertisement
1/6
অনলাইনে এই ব্যবসা শুরু করে সহজেই মোটা টাকা আয় করতে পারবেন !
বর্তমান যুগে এমন কিছু ছোট ছোট ব্যবসা রয়েছে যা করে মাসিক হাজার হাজার টাকা আয় করতে পারবেন যে কোনও ব্যক্তি অথবা মহিলা। সবথেকে সুবিধা অনলাইন ব্যবসার। অনলাইনে গোটা দুনিয়ার কাছে নিজেদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে স্বনির্ভর হচ্ছেন বহু মানুষ। এমনই কিছু ইউনিক বিজনেস আইডিয়া রইলো আপনাদের জন্য যা খুব সহজেই আপনাদের লাভটায়ক ব্যবসায়ী হিসেবে দাঁড় করাতে সক্ষম হবে।
advertisement
2/6
অনলাইনে গঙ্গার জল বিক্রিযে কোন পূজা অর্চনা অনুষ্ঠান শ্রাদ্ধ বাড়ি কিংবা বিয়ে বাড়ি সব জায়গাতেই অপরিহার্য গঙ্গার জল। কারণ গঙ্গার জলেকে পবিত্র মানেন সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। কিন্তু সব ক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানে পর্যাপ্ত গঙ্গাজল পাওয়া মুশকিল হয়। তবে অনলাইনে দুনিয়ায় এখন সেই কাজও সহজ হয়েছে। এমনিতে পোস্ট অফিস মারফত সরাসরি সরকার থেকে গঙ্গার জল বিক্রি করা হচ্ছে। তবে বিভিন্ন অনলাইন ই কমার্স ওয়েবসাইট গুলিতে ও বিক্রি হচ্ছে গঙ্গার জল। সঠিকভাবে প্যাকেজিং করে এই জল বিক্রি হয় কমকরে ১০০ টাকা লিটারে। দূর দূরান্ত থাকা মানুষজন সেই গঙ্গার জল কিনছেন বাড়ির পুজোর জন্য।
advertisement
3/6
ঘুঁটে বা গোবরে দাহ্য বস্তুমূলত গরু-মোষ ও গবাদি পশুর মল দিয়ে তৈরি হয় এক দাহ্য পদার্থ যার নাম ঘুঁটে। গোবরকে শুকিয়ে গোল গোল করে আকৃতি দিয়ে তৈরি হয় এই ঘুঁটে। সময় গৃহস্থের জ্বালানির কাজে ব্যবহার করা হতোই ঘুঁটে। তবে বর্তমান সময়ে জ্বালানি কম তবে পুজোর কাজে ব্যাপক চাহিদা রয়েছে ঘুটের। ধুনুচি জেলা থেকে বাড়ির পাশে পোকামাকড় তাড়ানো সবারই প্রাকৃতিক উপাদান এই ঘুঁটে। অনলাইনে ঘুটে বা গোবর কেক নামে পরিচিত এই বস্তু পাঁচটি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। খুব সহজেই কম খরচে শুরু করার মতন একটি ব্যবসা হল ঘুঁটের ব্যবসা।
advertisement
4/6
কাগজের ব্যাগপরিবেশ দূষণ থেকে বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলছে সরকার। তাই প্লাস্টিকের বিকল্প স্বরূপ ব্যবহার করতে বলা হচ্ছে কাগজের তৈরি হ্যান্ড ব্যাগ কে। সেই হ্যান্ড ব্যাগ তৈরি করেই এবার স্বনির্ভর হচ্ছেন বহু মহিলা থেকে পুরুষ সকলে। জাতীয় আন্তর্জাতিক বাজারে এই ব্যাগের চাহিদাও রয়েছে বিপুল। অনলাইন মার্কেটে কাগজের তৈরি হ্যান্ড ব্যাগ বিক্রি হচ্ছে ৫০ পিস প্রায় ৬০০ টাকায়। কাগজের ব্যাগ তৈরি করে অনলাইনে বিক্রি করেও ব্যাপক লাভবান হওয়া যাচ্ছে। তাই কাগজের ব্যাগের তৈরির দিকে আসছেন অনেক ব্যবসায়ীরা।
advertisement
5/6
রেজিন জুয়েলারিবর্তমান সময়ে রেজিনের তৈরি ট্রান্সপারেন্ট জুয়েলারির চাহিদা তৈরি হয়েছে। ফুল পাখি বিভিন্ন ছবি প্রভৃতি দিয়ে তৈরি হচ্ছে রেজিন আর্ট। যা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই আকর্ষণীয় বিভিন্ন ক্রেতা কাছে। রেজিন আর্ট এর ক্ষেত্রে পুরোটাই বিক্রেতার ও নির্মাতার হাতের কাজের উপরে তার দাম নির্ভর করে। অনেক ক্ষেত্রে কাস্টমাইজ ভাবেও তৈরি করা হচ্ছে এই রেজিন আর্ট জুয়েলারি। অনলাইনে এই জুয়েলারি ন্যূনতম ৫০০ টাকা মূল্যে বিক্রি হয়। সঠিক বিক্রেতারা একদিনে হাজার হাজার টাকার এই জুয়েলারি বিক্রি করে লাভবান হচ্ছেন।
advertisement
6/6
ক্লাউড কিচেনঅনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলি স্বাধীনভাবে ব্যবসা করতে চাওয়া খাদ্য রসিকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুবিধা। যেসব মানুষ রান্না করে অন্যদের খাইয়ে আনন্দ পান তারা এবার থেকে চালু করতে পারেন নিজের বাড়িতেই এই ক্লাউড কিচেন। যেখানে বাড়ি থেকে রান্না করে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের মাসদ তা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে। সুইগি, জোমাটোর মতন ফুড ডেলিভারি অ্যাপগুলি এই সুবিধা প্রদান করছে স্বাধীনভাবে ব্যবসা করতে চাওয়া ফুড ডেলিভারি অন্ত্রপেনারদের। যেখানে নিজের বাড়িতে রান্না করি, ডেলিভারি করে হাজার হাজার টাকার রোজগার করতে পারেন একজন বিক্রেতা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: অনলাইনে এই ব্যবসা শুরু করে সহজেই মোটা টাকা আয় করতে পারবেন !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল