TRENDING:

New Business ideas: এঁদের ছাড়া সম্ভব নয় অনুষ্ঠান, দুর্দান্ত এই ব্যবসা থেকে হতে পারে মোটা টাকা আয়

Last Updated:
New Business Ideas: বিগত ৩০ বছর ব্যাবসা করছেন তিনি। পুজো পার্বণ, পিকনিক , জন্মদিন থেকে অনুষ্ঠান বাড়ি, সব জায়গাতে এনার ডাক।
advertisement
1/6
এঁদের ছাড়া সম্ভব নয় অনুষ্ঠান, দুর্দান্ত এই ব্যবসা থেকে হতে পারে মোটা টাকা আয়
বাঁকুড়ায় কোনও অনুষ্ঠান হলেই, জানলে অবাক হবেন যে, পাড়ার পার্টি অফিস থেকে রাজনৈতিক প্রচার অসম্পূর্ণ থেকে যাবে এনাদের সক্রিয় ভূমিকা ছাড়া। অসম্পূর্ণ থেকে যাবে পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে মেলা। প্রচারের বার্তা মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নেন এই ব্যক্তিরা।
advertisement
2/6
বাঁকুড়া জেলার আনাচে কানাচে হাজার অনুষ্ঠান হাজার মেলা। এছাড়া স্কুল-কলেজের সরকারি দফতর তো রয়েছেই। সরকারি সচেতনতা মূলক প্রচার ছাড়াও। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোটের ট্রেনিং চলা কালীন মাইক এবং কর্ডলেস দিয়ে থাকেন।
advertisement
3/6
এঁদের মধ্যে অন্যতম হলেন বাঁকুড়ার লোকপুরের বাসিন্দা শ্যামল হাজরা। বিগত ৩০ বছর ধরে চোঙ্গা এবং স্পিকারের মেরামতি এবং ভাড়া দেওয়ার ব্যাবসা করছেন তিনি। পুজো পার্বণ, পিকনিক , জন্মদিন থেকে অনুষ্ঠান বাড়ি, সব জায়গাতে এনার ডাক।
advertisement
4/6
অনুষ্ঠান কিংবা ভোট ছাড়া কেমন চলে এই ব্যবসা? এই প্রশ্নের উত্তরে শ্যামল হাজরা জানান, " শব্দ দূষণ বাদ দিয়ে অর্থাৎ মানুষকে ঠিক রেখে দৈনন্দিন জীবনে যে সকল অনুষ্ঠান হয় সেগুলিতে আমরা মাইক এবং অ্যামপ্লিফায়ার দিয়ে থাকি। পুলিশের নিয়ম পালন করেই আমরা সারা বছর কাজ করে থাকি।"
advertisement
5/6
শুরু করা খুব সোজা। কিনে নিতে হবে কয়েকটি স্পিকার এবং অ্যাপ্লিফায়ার। তারপর অনুষ্ঠান মাফিক ভাড়া দিলেই উঠে যাবে ইনভেসমেন্ট এর টাকা। তারপর মুনাফা হলে ব্যবসার সমৃদ্ধি হবে।
advertisement
6/6
বাঁকুড়ার বিভিন্ন যাত্রাপালা, গ্রামে গ্রামে পালা গান কিংবা নাম সংকীর্তন, সবই সম্ভব নয় এনাদের ছাড়া।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business ideas: এঁদের ছাড়া সম্ভব নয় অনুষ্ঠান, দুর্দান্ত এই ব্যবসা থেকে হতে পারে মোটা টাকা আয়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল