New Business Ideas: কচুরিপানার তৈরি জিনিসের দারুণ চাহিদা! লাভবান হতে পারেন পুরুষ-মহিলা উভয়ে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
কচুরিপানায় স্বনির্ভর হচ্ছে পুরুষ মহিলা, কচুরিপানায় তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ জুয়েলারিবক্স ডায়েরি শোপিস, অফিস ও বাড়ির ব্যবহারের নানা জিনিস, জিনিস তৈরি থেকে শিখে লাভবান, তুই জিনিস বিক্রি করে হতে পারেন লাভবান
advertisement
1/11

<span style="color: #800080;"><strong>হাওড়া:</strong></span> কচুরিপানায় স্বনির্ভর হচ্ছে পুরুষ মহিলা! কচুরিপানায় তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ জুয়েলারিবক্স ডায়েরি শোপিস, অফিস ও বাড়ির ব্যবহারের নানা জিনিস। এই সমস্ত জিনিস যেমন দেখতে আকর্ষণীয় তেমনি টেকসইও বটে। ফলে এর চাহিদা প্রচুর। প্রতীকী ছবি ৷
advertisement
2/11
সুদর্শন জিনিস তাই একাংশের মানুষ দারুন আগ্রহ দেখায় ব্যবহারে। যদিও এর দাম মন্দ নয়। কচুরিপানার তৈরি প্রতিটি জিনিস সকলে ব্যবহার উপযোগী। প্রতীকী ছবি ৷
advertisement
3/11
ফলে চাহিদার বারবাড়ন্ত। সরকারি উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জেলায় জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কচুরিপানার সামগ্রী তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতীকী ছবি ৷
advertisement
4/11
ইতিমধ্যেই হাওড়ার বালি জগাছা, সাঁকরাইল ডোমজুড় ও জগৎবল্লভপুর ব্লকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাওড়া হুগলি মিলিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন মহিলা এই সামগ্রী তৈরিতে যুক্ত। জিনিসের চাহিদা পূরণ করতে জেলায় জেলায় চলছে প্রশিক্ষনার্থীর সংখ্যা বাড়ানোর চেষ্টা। প্রতীকী ছবি ৷
advertisement
5/11
অল্প দিনে প্রশিক্ষণ নিয়ে কচুরিপানার জিনিস তৈরি করা সম্ভব। মনোযোগ থাকলে অল্প কয়েক মাসে ভালোl কারিগর হতে পারেন। দক্ষ কারিগর মাসে ১০-১৫ হাজার বা তারও বেশি টাকা উপার্জন করতে পারে এর মাধ্যমে। প্রতীকী ছবি ৷
advertisement
6/11
জিনিস তৈরির পাশাপাশি পাইকারি দামে কচুরিপানার তৈরি জিনিস কিনে খুচরো বিক্রি করলে লাভবান হতে পারেন উদ্যোগী। প্রতীকী ছবি ৷
advertisement
7/11
কচুরিপানার প্রায় সমস্ত কিছু ব্যবহার হয়। গোড়া ও পাতা ভার্মি কম্পোস্ট তৈরিতে কাজে লাগে। এর কান্ড হাতের কাজে ব্যবহার হচ্ছে। সৌখিন জিনিস তো বটেই, কচুরিপানার আসবাবপত্রও তৈরি হচ্ছে। প্রতীকী ছবি ৷
advertisement
8/11
ফলে কচুরিপানার জিনিস তৈরির প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে লাভ ওয়ান হবার ভাল সুযোগ মহিলাদের। কচুরিপানার কান্ড সংগ্রহে সরকারি সহযোগিতা লাভের পরিমাণ আরও বাড়িয়ে দেয়। প্রতীকী ছবি ৷
advertisement
9/11
জিনিস তৈরির পাশাপাশি পাইকারি দামে তৈরি জিনিস কিনে খুচরো বিক্রির ব্যবসা খুব লাভজনক। এই ব্যবসায় কুড়ি পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে মাসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারেন যে কেউ। প্রতীকী ছবি ৷
advertisement
10/11
এ প্রসঙ্গে প্রশিক্ষক বিধান দেবনাথ জানান, কচুরিপানার তৈরি জিনিসের দারুন চাহিদা রয়েছে বর্তমান সময়ে। উৎপাদন বাড়াতে আরও বেশি করে সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতীকী ছবি ৷
advertisement
11/11
বেশি সংখ্যক মানুষ এই কাজে যুক্ত হলে জিনিসের দামও কমবে, ফলে আরও চাহিদা বাড়বে। তিনি আরও জানান, এই সমস্ত জিনিস কিনে ব্যবসায় প্রায় ৩০ শতাংশ লাভ পেতে পারেন উদ্যোগী। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: কচুরিপানার তৈরি জিনিসের দারুণ চাহিদা! লাভবান হতে পারেন পুরুষ-মহিলা উভয়ে