New Business Idea: সুপারহিট ব্যবসায় মালামাল! দুরন্ত রোজগারে সহজেই মোটা টাকার মুখ দেখতে পারবেন
- Reported by:Nilanjan Banerjee
- news18 bangla
- Published by:Arjun Neogi
Last Updated:
New Business Idea: বাঁকুড়ার জন্য প্রকৃত এক ব্যবসা! দুহাত ভরে রোজগার, সঙ্গে সাধারণ মানুষের উপকার।
advertisement
1/6

গরীব কৃষকরা পায়ে হাতে চট বেঁধে মাঠে নামেন চাষের কাজে। প্রতিনিয়ত সাপের কামড়'এ মৃত্যু ভয় তাদের মাথার ওপর কালো মেঘের মত দানা বেঁধে থাকে।
advertisement
2/6
এই বাচ্চার মাধ্যমে বাঁচাতে পারবেন গরীব কৃষকদের, সঙ্গে উপার্জন করতে পারবেন হাজার হাজার টাকা।
advertisement
3/6
ড্রোন চালানো শিখে তরল সার ছড়িয়ে দেওয়ার পরিষেবা দিলে মাঠে নামতেই হবে নাকি কৃষকদের।
advertisement
4/6
বাঁকুড়া এই কাজ করছেন প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন। তাদের মধ্যে একজন হলেন ময়না সিংহ মহাপাত্র
advertisement
5/6
প্রতি বিঘায় ১০০ টাকা করে পারিশ্রমিকে এই কাজ করছেন ময়না সিংহ মহাপাত্র। কৃষকরাও যথেষ্ট আগ্রহী হয়েছেন, তবে একটি মাত্র ড্রোন থাকায় কাজ করে শেষ করতে পারছেন না ময়না।
advertisement
6/6
দুই থেকে আড়াই মিনিটে এক বিঘা জমিতে ছড়িয়ে দিচ্ছে ওষুধ। তরল সার এবং ওষুধ ছড়ানো যায় এই ড্রোনের মাধ্যমে। ড্রোনের নিচে লাগানো রয়েছে একটি ছোট্ট ট্যাংকি। তাতেই ভরা হচ্ছে তরল ওষুধ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: সুপারহিট ব্যবসায় মালামাল! দুরন্ত রোজগারে সহজেই মোটা টাকার মুখ দেখতে পারবেন