PF গ্রাহকদের জন্য এই কাজটি করা অত্যন্ত জরুরি, না হলে তুলতে পারবেন না টাকা
Last Updated:
advertisement
1/5

চাকুরিজীবিদের জন্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে টাকা তোলা এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে ৷ এর কারণ হচ্ছে অনলাইনে ক্লেম সেটেলমেন্ট পরিষেবা শুরু হওয়া ৷ কিন্তু এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কর্মচারীদের তাদের কেওয়াইসি (KYC) তাদের UAN এর সঙ্গে যু্ক্ত করেনি৷
advertisement
2/5
এর জেরে পিএফ গ্রাহক EPFO-এর অনলাইন পরিষেবার সুবিধা নিতে পারবেন না ৷ সরকার ইপিএফও-র মধ্যে যে সংস্থাগুলি পরে তাদের যে কর্মচারীদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদের UAN ও KYC যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
3/5
যাদের KYC লিঙ্ক করা রয়েছে তারা অনলাইনে সহজেই টাকা ট্রান্সফার বা টাকা তুলতে পারবেন ৷ যদি আপনার পিএফ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আপডেট করা না থাকে তাহলে আপনার সেটেলমেন্ট রিজেক্ট হতে পারে ৷ কেওয়াইসি ডকুমেন্টস জমা না করে থাকলে ইপিএফও সদস্যদের কোনও এসএমএস অ্যালার্ট পাঠানো হবে না ৷
advertisement
4/5
ইপিএফও UAN পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ পেজে গিয়ে আপনি আপনার কেওয়াইসি ডিটেল আপডেট করতে পারবেন ৷
advertisement
5/5
KYC ও UAN লিঙ্ক করা হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডাররা মোবাইল ফোন থেকে এই অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷ অনলাইন সেটেলমেন্টের সুবিধা হল আবেদনের তিনদিনের মধ্যে পুরো প্রক্রিয়া চালু হয়ে যায় ৷ এবং টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PF গ্রাহকদের জন্য এই কাজটি করা অত্যন্ত জরুরি, না হলে তুলতে পারবেন না টাকা