Mutual Fund Multi Asset Fund: বাজার কাঁপানো রিটার্ন! ১ লক্ষ টাকার বিনিয়োগে ৪১.৪৬ লক্ষ হয়েছে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Mutual Fund SIP|Mutual Fund Large Cap Cap|Mutual Fund Mid Cap|Mutual Fund Small Fund Cap|Business: দু'হাত ভরে টাকা সঞ্চয় করার ঠিকানা মিউচ্যুয়াল ফান্ড
advertisement
1/9

বর্তমানে বিনিয়োগের অন্যতম লাবজনক রাস্তা হল মিউচ্যুয়াল ফান্ড ৷ মিউচ্যুয়াল ফান্ডের মাল্টি অ্যাসেট ফান্ডে (Mutual Fund Multi Asset Fund) বিনিয়োগ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
মাল্টি অ্যাসেট ফান্ডের (Multi Asset Fund) টাকা বেশ কয়েকটি সেক্টরে জমা করা যেতে পারে ৷ মার্চ ২০২০-তে যখন বাজার এক্কেবারে নিম্নস্তরে ছিল তখন বিনিয়োগকারীরা বিনিয়োগের এক ভাল রাস্তা অবলম্বন করেছিলেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
শেয়ার বাজার ৪০ হাজার থেকে পরে ২৬ হাজারে দাঁড়িয়েছিল ৷ আইসিআইসিআই প্রুডেশিয়্যালের (ICICI Prudential) পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে বাজার ঐতিহাসিক উচ্চতায় রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশনের (Portfolio Asset Allocation) বিষয়ে ভাবনাচিন্তা করতে হবে ৷ সোনা, গ্লোবাল ফান্ডের দিকে বিনিয়োগে বিশেষ নজর দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
কোনও বিনিয়োগকারী যদি ৩১ অক্টোবর ২০০২ (October 31, 2002) এই ফান্ড প্রতিষ্ঠার সময়ে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন আজ তিনি ৪১.৪৬ লক্ষ চাকা পাচ্ছেন প্রতি বছরই চক্রবৃদ্ধি হারে টাকা জমছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
বার্ষিক ২১.৬৫ চক্রবৃদ্ধি হারে রিটার্ন পাচ্ছেন ৷ নিফটি ৫০ এর মধ্যে ১৮.২১% CAGR দিচ্ছে ৷ এক লক্ষ বিনিয়োগে ২৪.০৫ লক্ষ হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
অ্যাসেট অ্যালোকেশন স্কিমে লম্বা সময়ের জন্য বিনিয়োগ অত্যন্ত ভাল ৷ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) এটি বিনিয়োগের অত্যন্ত ভাল একটি দিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এই স্কিমে কারও মাসিক ১০ হাজার টাকা বিনিয়োগের স্কিম থেকে থাকে সেক্ষেত্রে তিনি বর্তমানে ১.৬০ কোটি টাকার মালিক ৷ যেখানে তাঁর বিনিয়োগ মাত্র ২২.২৯ লক্ষ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
মাল্টি অ্যাসেট ফান্ড হল কমপক্ষে ৩ বা তার থেকে বেশি বিনিয়োগ লার্জ, মিড ও স্মল ক্যাপে বিনিয়োগ করা যেতে পারে ৷ মাঝে মধ্যে মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ওঠাপড়া করে তাকে ৷ সেক্ষেত্রে মাল্টি অ্যাসেট রণনীতিতে বিশেষ সুবিধা পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Multi Asset Fund: বাজার কাঁপানো রিটার্ন! ১ লক্ষ টাকার বিনিয়োগে ৪১.৪৬ লক্ষ হয়েছে