TRENDING:

Mutual Fund Investment: মাত্র ৭ বছরে ৪ গুণের বেশি রিটার্ন! এই ৫ মিউচুয়াল ফান্ডের SIP থেকে মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা

Last Updated:
Mutual Fund Investment: এমন কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে ৭ বছরে ৪ গুণ পর্যন্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আক্ষরিক অর্থেই মালামাল হয়ে গিয়েছেন।
advertisement
1/7
৭ বছরে ৪ গুণের বেশি রিটার্ন! মালামাল করেছে এই ৫ মিউচুয়াল ফান্ডের SIP
সবাই এখন মিউচুয়াল ফান্ডের পিছনে ছুটছেন। অল্প হলেও বিনিয়োগ করছেন এসআইপিতে। এমনকী মধ্যবিত্ত বিনিয়োগকারীদেরও এখন এফডি বা আরডি নয়, প্রথম পছন্দ মিউচুয়াল ফান্ডের এসআইপি। এর প্রধান কারণ মোটা টাকা রিটার্ন।
advertisement
2/7
এমন কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলিতে বিনিয়োগ করে ৭ বছরে ৪ গুণ পর্যন্ত রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। আক্ষরিক অর্থেই মালামাল হয়ে গিয়েছেন। এখানে সেরকম ৫টি মিউচুয়াল ফান্ডের হদিশ দেওয়া হল। এর মধ্যে ৩টি স্মল ক্যাপ ফান্ড, একটি মিড ক্যাপ এবং একটি ইএলএসএস ফান্ড রয়েছে।
advertisement
3/7
HSBC স্মল ক্যাপ ফান্ড: ৭ বছর আগে যাঁরা এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ডে এসআইপি শুরু করেছেন, তাঁদের বিনিয়োগ এখনও পর্যন্ত ২৩.০৮ শতাংশ XIRR সহ ৩.৩৮ গুণ বেড়েছে। অর্থাৎ ৭ বছর আগে যদি কেউ ১০ হাজার টাকার এসআইপি করতেন তাহলে আজ তিনি ২৮,১৪,০০০ টাকার মালিক হতেন।
advertisement
4/7
Quant ELSS ট্যাক্স সেভার ফান্ড: কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডে ৭ বছর আগে শুরু করা এসআইপি বিনিয়োগ ২৩.২২ শতাংশ XIRR সহ এখনও পর্যন্ত ৩.৪১ গুণ বেড়েছে। এই স্কিমে ৭ বছর আগে ১০ হাজার টাকার এসআইপি করলে আজ সুদ সহ ২৮,৬৪,৪০০ টাকা রিটার্ন মিলত।
advertisement
5/7
Motilal Oswal Midcap ফান্ড: মোতিরলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ডে ৭ বছরে বিনিয়োগ ২৪.৫১ শতাংশ XIRR সহ এখন পর্যন্ত ৩.৬৫ গুণ বেড়েছে। অর্থাৎ ৭ বছর আগে যদি কেউ ১০ হাজার টাকার এসআইপি করতেন তাহলে এখন তা বেড়ে ৩০,৬৬,০০০ টাকার সমান হত।
advertisement
6/7
Nippon India Small Cap ফান্ড: নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ৭ বছর আগে শুরু করা এসআইপি বিনিয়োগ ২৫.৬৫ শতাংশ XIRR সহ এখনও পর্যন্ত ৩.৮৮ গুণ বেড়েছে। এই স্কিমে ৭ বছর আগে যদি কেউ ১০ হাজার টাকার এসআইপি করতেন, তাহলে আজ তিনি ৩২,৫৯,২০০ টাকার মালিক হতেন।
advertisement
7/7
Quant Small Cap ফান্ড: এই পাঁচটি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডই বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে। ৭ বছর আগে শুরু করা এসআইপি বিনিয়োগ ২৭.০৪ শতাংশ XIRR সহ এখনও পর্যন্ত ৪.১৯ গুণ বেড়েছে। হিসেব বলছে, এই স্কিমে ৭ বছর আগে যদি কেউ ১০ হাজার টাকার এসআইপি করতেন, তাহলে আজ সুদে আসলে তিনি ৩৫,১৯,৬০০ টাকা রিটার্ন পেতেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Investment: মাত্র ৭ বছরে ৪ গুণের বেশি রিটার্ন! এই ৫ মিউচুয়াল ফান্ডের SIP থেকে মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল