Multibagger Stock: মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা! আপনিও এখানে টাকা রেখেছিলেন ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সংস্থার বার্ষিক লাভ ৩০০ শতাংশ বেড়ে ৬.৫৬ কোটি টাকা হয়েছে ৷
advertisement
1/8

অল্প সময়ে বিপুল টাকা রিটার্ন পেতে সকলেই চায় ৷ কিন্তু মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা ? কী করে ? বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে ৷ ব্যাঙ্ক, পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের পাশাপাশি অনেকেই স্টক মার্কেটে টাকা রাখছেন ৷ স্টকে টাকা রাখা যেমন ঝুঁকিপূর্ণ তেমনই অনেক সময় প্রত্যাশার চেয়ে অনেক বেশিও রিটার্ন পাওয়া যায় ৷
advertisement
2/8
সম্প্রতি অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেডের (Apollo Micro Systems) শেয়ার বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ এই ডিফেন্স স্টক গত ৬ মাসে ২৫০ শতাংশ, এক বছরে ৩৫৭ শতাংশ ও দেড় বছরে ৯০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷
advertisement
3/8
দ্বিতীয় ত্রৈমাসিকে দুর্দান্ত রিটার্ন-
advertisement
4/8
অ্যাপোলো মাইক্রো সিস্টেম চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Q2FY24) দারুণ রিটার্ন দিয়েছে ৷ সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থার বিক্রি প্রায় ৬৭ শতাংশ বেড়েছে ৷ গত বছরের এই ত্রৈমাসিকে ৫৬.২৭ কোটি টাকার তুলনায় এবছর ৮৭.১৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার অপারেটিং লাভ ৮৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ১৮.৩৬ কোটি টাকা হয়েছে ৷ সংস্থার বার্ষিক লাভ ৩০০ শতাংশ বেড়ে ৬.৫৬ কোটি টাকা হয়েছে ৷
advertisement
5/8
গত শুক্রবার অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১২২.০৫ টাকায় পৌঁছেছিল মার্কেট বন্ধের সময় ৷ গত দেড় বছরে এই মাল্টিব্যাগার শেয়ার বিপুল রিটার্ন দিয়েছে ৷ আজ থেকে প্রায় দেড় বছর আগে অর্থাৎ ১৭ জুন, ২০২২-এ শেয়ারের দাম ছিল ১১.৭০ টাকা, বর্তমানে তা বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷ ৫ বছর আগে এই শেয়ারে যাঁরা টাকা বিনিয়োগ করেছেন তাঁদের এই শেয়ার ৮৭০ শতাংশ বিরাট রিটার্ন দিয়েছে ৷ ২০২৩ এ শেয়ারের দাম প্রায় ২৯৯ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
6/8
১ লাখ টাকা হয়ে গেল ১০ লাখ -
advertisement
7/8
কোনও বিনিয়োগকারী যদি দেড় বছর আগে অথার্ৎ ১৭ জুন ২০২২-এ এই শেয়ারে ১ লাখ টাকা ইনভেস্ট করে থাকেন তার মূল্য এখন প্রায় ১০ লাখ টাকা হয়ে গিয়েছে ৷ অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের শেয়ারের দাম ১১.৭০ টাকা থেকে বেড়ে ১২২ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
8/8
Disclaimer: এখানে দেওয়া তথ্য শেয়ারের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। যেহেতু স্টক মার্কেটে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগ করার আগে একজন বিনিয়োগ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে নিন। আপনার কোনওরকম ক্ষতির জন্য News18 বাংলা দায়ী নয় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: মাত্র দেড় বছরে ১ লাখ হয়ে গেল ১০ লাখ টাকা! আপনিও এখানে টাকা রেখেছিলেন ?