TRENDING:

Money Making Tips : সুগন্ধ আপনাকে বসাবে টাকার পাহাড়ে ! দেখে নিন কী করে

Last Updated:
Money Making Tips: এই ব্যবসার জন্য প্রয়োজন মার্কেটিং রিসার্চ। শপিংমল, অনলাইনে বিক্রি হবে আপনার প্রোডাক্ট।
advertisement
1/6
সুগন্ধ আপনাকে বসাবে টাকার পাহাড়ে ! দেখে নিন কী করে
ব্যাপক চাহিদা। লাভ দুর্দান্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় প্রয়োজন মানুষের। তাই এই ব্যবসা শুরু করলে পিছন ফিরে তাকাতে হবে না। কথা হচ্ছে বাড়িতে তৈরি সুগন্ধি (Habdmade Perfium) ব্যবসা সম্পর্কে। ১০০ এমএল হ্যান্ডমেড পারফিউম তৈরি করতে খরচ হবে ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু আপনি এগুলি বাজারে ৩৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন।
advertisement
2/6
এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে কিনতে হবে এক থেকে দু লিটার মাপের কাচের বিকার। যেগুলিতে আপনি পারফিউম তৈরির মিশ্রণ রাখবেন। তাছাড়াও আপনাকে মেজারমেন্ট বিকার কিনতে হবে। রাখতে হবে মেজারমেন্ট ড্রপার। এছাড়াও এই ব্যবসা শুরুর জন্য আপনার একটি ফাঁকা রুম লাগবে। যেখানে প্রয়োজন পড়বে একটি টেবিলের।
advertisement
3/6
এই ব্যবসার জন্য কিছু কাঁচামাল আপনার প্রয়োজন। এরজন্য আপনাকে কিনতে হবে ভালমানের এসেন্সিয়াল অয়েল, ইথাইল অ্যালকোহল এবং গ্যালাক্সলাইড। এছাড়াও আপনার প্রয়োজন পড়বে পারফিউম কন্টেইনার এবং প্যাকেজিং বক্স। যেগুলি আপনি কলকাতার বড় বাজার অথবা অনলাইনে পেয়ে যাবেন
advertisement
4/6
কিন্তু কিভাবে বাড়িতে তৈরি করবেন পারফিউম? হ্যান্ডমেড পারফিউমের ব্যবসায়ী চন্দন চক্রবর্তী বলছেন, ভালমানের হ্যান্ডমেড পারফিউম তৈরির ফর্মুলা - ইথাইল অ্যালকোহল ৭৮%, এসেনশিয়াল অয়েল ২০% এবং গ্যালাক্সলাইড ২%। প্রথমে এসেনশিয়াল অয়েল এবং গ্যালাক্সলাইড মেশাতে হবে। তার সঙ্গে মেশাতে হবে ইথাইল অ্যালকোহল। এরপর পুরো মিশ্রণটিকে একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিতে হবে।
advertisement
5/6
এছাড়াও, এই ব্যবসার শুরু করতে গেলে আপনার বেশ কয়েকটি লাইসেন্স প্রয়োজন। প্রথমেই আপনাকে এই ব্যবসার জন্য নিতে হবে ট্রেড লাইসেন্স। রাজ্য সরকারের কাছ থেকে কসমেটিক লাইসেন্স আপনাকে নিতে হবে। আপনার ব্র্যান্ডের রেজিস্ট্রেশন করার জন্য নিতে হবে ট্রেডমার্ক লাইসেন্স। আর MSME রেজিস্ট্রেশন আপনাকে করাতে হবে।
advertisement
6/6
তবে এই ব্যবসা শুরু করার আগে আপনি প্রথমে নিজের অথবা খুব পরিচিত সদস্যদের জন্য সুগন্ধি তৈরি করে দেখবেন। এই ব্যবসার জন্য প্রয়োজন মার্কেটিং রিসার্চ। প্রাথমিকভাবে আপনার তৈরি সুগন্ধি বিক্রির জন্য লোকাল কসমেটিক দোকানগুলিতে যোগাযোগ করবেন। তাছাড়া শপিংমলে কাউন্টার এবং অনলাইনে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips : সুগন্ধ আপনাকে বসাবে টাকার পাহাড়ে ! দেখে নিন কী করে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল