Money Making Tips: বস্তাতে আদা চাষ করে বিপুল টাকা রোজগার ! জেনে নিন পদ্ধতি
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Money Making Tips: মাটি বাদ দিয়ে বস্তাতে যে আদা চাষ করা সম্ভব তা হাতে নাতে করে দেখালেন সাহাবুর আলি।
advertisement
1/6

ইউটিউব থেকে কেউ কন্টেন্ট বানিয়ে করছেন মোটা টাকা আয়। আর কেউ ইউটিউবের ভিডিও দেখে চাষ করছেন নানান ধরনের সবজি থেকে আদা, রসুন, পেঁয়াজ। এবার ইউটিউবের ভিডিও দেখে সরাসরি মাটিতে বাদ দিয়ে ভিন্ন রকম আদা চাষ করে তাক লাগাল ডোমকলের এক ব্যক্তি।
advertisement
2/6
মাটি বাদ দিয়ে বস্তাতে যে আদা চাষ করা সম্ভব তা হাতে নাতে করে দেখালেন সাহাবুর আলি। যাতে কিনা মাটির থেকেও ফলন বেশি। গুনগত মান ও ভাল। রোগ বিরোগের হাত থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। হ্যাঁ ঠিক এরকমই বাস্তব উদাহারণ হয়ে থাকল ডোমকল।
advertisement
3/6
মুর্শিদাবাদের ডোমকলের বসন্তপুরের বাসিন্দা সাহাবুর আলী। তারই বাড়ির পিছনে বাগানের জমিতে আদা চাষ করবেন বলে মনস্থির করেন। ইউটিউব দেখে বস্তায় মাটি ভরে আদা চাষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন। শুরু হয় মাটির পরিচর্যা।
advertisement
4/6
কয়েক দিনের মধ্যে দু'হাজার পিস বস্তায় আদা রোপন করেন। কয়েক মাসেই গাছ বেড়ে শুরু হয়েছে আদা নামার। বর্তমানে আদা প্রায় হয়েই গেছে। গাছ শুকিয়ে গেলেই এক একটি বস্তায় দেড় থেকে দুই কেজি করে আদা পাওয়া যাবে বলে মনে করছেন ঐ আদা চাষি সাহাবুর আলি।
advertisement
5/6
সাহাবুর আলি তার কথায়, আদা চাষ প্রখর রৌদ্রের থেকে আদা ছায়াতে ভাল ভাবে চাষ হয়। সেইমতো বাগানে চাষ করেন তিনি। এখন তাকে দেখেই উদ্বুদ্ধ হচ্ছেন অনেক চাষি। আদা সংরক্ষণ হবার আগেই বিজ চেয়ে আবদার জমিয়েছেন অনেকে। কারণ বস্তায় আদা চাষে পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়, অপরদিকে জল ও জমে না। যার ফলে চাহিদাও হয় প্রচুর। এবার সফল হলে আগামীতে বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সাহাবুর।
advertisement
6/6
এই আদা চাষ দেখে বাগানে আসেন স্থানীয়রা। তারা দেখেও চাষের পদ্ধতি জেনে নিচ্ছেন। সাহাবুরের আদা চাষ দেখে আরও চাষিরা এই পথ অবলম্বন করবে অতিরিক্ত ফলনের আশায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বস্তাতে আদা চাষ করে বিপুল টাকা রোজগার ! জেনে নিন পদ্ধতি